BCCI

স্পিন বোলিং কোচ চাইছে বোর্ড, কাদের জন্য, কারা আবেদন করতে পারবেন?

ভারতীয় বোর্ডের চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন উৎকর্ষ কেন্দ্রের (সিওই) স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে। তিনি আইপিএলের দল রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন। সেই জায়গায় নতুন বোলিং কোচ নিয়োগ করার বিজ্ঞপ্তি দিল বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২০:০৯
Share:
cricket

উৎকর্ষ কেন্দ্রে চাই স্পিন বোলিং কোচ। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতীয় বোর্ডের চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন উৎকর্ষ কেন্দ্রের (সিওই) স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে। তিনি আইপিএলের দল রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন। সেই জায়গায় নতুন বোলিং কোচ নিয়োগ করার বিজ্ঞপ্তি দিল বোর্ড।

Advertisement

বাহুতুলে চলে যাওয়ার পর থেকেই পদটি ফাঁকা ছিল। সেই পদে প্রার্থী চেয়ে আবেদন করা হয়েছে। বোর্ড জানিয়েছে, সব ফরম্যাট এবং সব বয়সভিত্তিক দলের স্পিন বোলিং এবং পারফরম্যান্সের উন্নতির জন্য কাজ করবেন নতুন বোলিং কোচ। ভারতের পুরুষ এবং মহিলা দল তো বটেই, ভারত এ, অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-১৯, ১৬ এবং অনূর্ধ্ব-১৫ দল এবং রাজ্য সংস্থার ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে হবে।

ওই স্পিন বোলিং কোচ সিওই প্রধান ভিভিএস লক্ষ্মণের অধীনে কাজ করবেন। তাঁর যাবতীয় পরামর্শ দেবেন লক্ষ্মণকে। পাশাপাশি বিশেষ ধরনের কোচিং পদ্ধতির আয়োজন করবেন। তিনি নির্বাচক, জাতীয় এবং রাজ্য দলের কোচ, পারফরম্যান্স বিশেষজ্ঞ এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচের সঙ্গে তাল মিলিয়ে কাজ করবেন।

Advertisement

দায়িত্ব এখানেই শেষ হচ্ছে না। উৎকর্ষে আসা চোট পাওয়া কোনও ক্রিকেটার কী ভাবে রিহ্যাব করবেন তার দেখভাল করবেন স্পিন বোলিং কোচ। পাশাপাশি ম্যাচ খেলার ছাড়পত্র দিতে সাহায্য করবেন তিনি। সেই ক্রিকেটারের রিহ্যাব অনুযায়ী নির্দিষ্ট অনুশীলন আয়োজন করা, সঠিক পরিকল্পনা, নীকনকশা তৈরি— সবই হবে তাঁর অধীনে। প্রযুক্তিগত জ্ঞানও থাকতে হবে।

আবেদনকারীকে ভারতের প্রাক্তন ক্রিকেটার হতে হবে। অথবা প্রথম শ্রেণির ক্রিকেটে অন্তত ৭৫টি ম্যাচ খেলতে হবে। হাই পারফরম্যান্স সেন্টার/আন্তর্জাতিক মঞ্চ/ভারত এ/ভারতের অনূর্ধ্ব-১৯/ভারতের মহিলা দল বা আইপিএলে কোচিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement