BCCI

India vs Sri Lanka 2022: শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-রাতের টেস্টের সূচি জানাল ভারতীয় বোর্ড

এই মুহূর্তে ভারতীয় দল ব্যস্ত কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের প্রস্তুতি নিতে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৩
Share:

মোহালিতে হতে পারে বিরাট কোহলীর শততম টেস্ট ম্যাচ। —ফাইল চিত্র

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দিন রাতের টেস্ট বেঙ্গালুরুতে। গোলাপি বলের সেই টেস্ট শুরু ১২ মার্চ থেকে। মোট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ এবং দু’টি টেস্ট খেলবে দুই দল। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল বদলে যাচ্ছে সেই সূচি। টেস্ট নয়, আগে হবে টি-টোয়েন্টি সিরিজ জানিয়ে দিল তারা।

প্রথমে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ২৪, ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি ম্যাচগুলি খেলা হবে। প্রথম ম্যাচ হবে লখনউয়ে। পরের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে ধর্মশালাতে। প্রথম টেস্ট খেলা হবে মোহালিতে। সেই টেস্ট শুরু ৪ মার্চ। বেঙ্গালুরুতে পরের টেস্ট হবে দিন রাতের। ১২ মার্চ থেকে শুরু সেই গোলাপি বলের টেস্ট।

Advertisement

মোহালির সেই টেস্ট বিরাট কোহলীর শততম ম্যাচ। ৯৯টি টেস্ট খেলা হয়ে গিয়েছে বিরাটের। শততম টেস্ট খেলতে পারেন দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। মঙ্গলবার বোর্ড সচিব জয় শাহ সূচি বদলের কথা জানিয়েছেন।

আরও পড়ুন:
আরও পড়ুন:

এই মুহূর্তে ভারতীয় দল ব্যস্ত কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের প্রস্তুতি নিতে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। তিনটি ম্যাচই হবে ইডেনে। শ্রীলঙ্কা খেলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারাও টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এর ফলে একে অপরের মুখোমুখি হওয়ার সময় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হওয়ায় দুই দলের সুবিধাই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement