India vs South Africa

টি২০ সিরিজ়ে নেই রোহিত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়ক কে?

১০ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ় দিয়ে শুরু হবে সেই সফর। তিন ফরম্যাটের ক্রিকেটই হবে। বিরাট কোহলি আগেই জানিয়েছিলেন যে তিনি সাদা বলের সিরিজ়ে খেলবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ২০:১২
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। ১০ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ় দিয়ে শুরু হবে সেই সফর। তিন ফরম্যাটের ক্রিকেটই হবে। বিরাট কোহলি আগেই জানিয়েছিলেন যে তিনি সাদা বলের সিরিজ়ে খেলবেন না। বৃহস্পতিবার বোর্ড সেই সফরের দল ঘোষণা করে দিল। টি২০ সিরিজ়ে ভারতের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। খেলবেন না রোহিত শর্মা।

Advertisement

বৃহস্পতিবার ছিল বোর্ডের বৈঠক। প্রথমে শোনা যাচ্ছিল, রোহিতকেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক রাখা হবে। কিন্তু শেষ মুহূর্তে ছবিটা বদলে যায়। রোহিতের বদলে সূর্যকে অধিনায়ক করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে টি-টোয়েন্টি সিরিজ় চলছে সেখানেও ভারতের অধিনায়ক সূর্য। তাই তাঁর উপরেই ভরসা রেখেছে বোর্ড। সহ-অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাডেজাকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দল খেলছে সেই দলের প্রায় সব ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে যাবেন। কয়েক জন বাড়তি ক্রিকেটারকে নেওয়া হয়েছে। শুভমন গিল, শ্রেয়স আয়ার, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, দীপক চাহারকে সুযোগ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলে। বোর্ডের সিদ্ধান্ত থেকে পরিষ্কার যে আগামী বছর বিশ্বকাপের কথা মাথায় রেখেই দল নির্বাচন করেছেন তাঁরা।

Advertisement

ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, শ্রেয়স আয়ার, ঈশান কিশন, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement