রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, কোচ হিসাবে চুক্তি বৃদ্ধি করা হয়েছে রাহুল দ্রাবিড়ের। সেই সঙ্গে পুরো কোচিং দলেরও চুক্তি বেড়েছে। অন্য দিকে দ্রাবিড় নিজে বলছেন, তিনি এখনও সই করেননি কোনও চুক্তিতে। দুই পরস্পরবিরোধী কথায় ধোঁয়াশা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচনের বৈঠকে যোগ দিয়েছিলেন দ্রাবিড়। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি কি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ রয়েছেন? কারণ, বিসিসিআই তাঁর মেয়াদ বৃদ্ধির কথা জানালেও কত দিনের জন্য মেয়াদ বেড়েছে তা জানায়নি।
প্রশ্নের জবাবে দ্রাবিড় বলেন, ‘‘এখনও সরকারি ভাবে আমি কোনও চুক্তিতে সই করিনি। বোর্ডের সঙ্গে একটা প্রাথমিক কথা হয়েছে। কিন্তু এখনও কোনও চুক্তিতে সই হয়নি।’’ দ্রাবিড়ের এই কথা থেকে ধোঁয়াশা তৈরি হয়েছে। তা হলে কি তাঁর সম্মতি ছাড়াই মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে বোর্ড?
প্রশ্ন উঠছে দ্রাবিড়কে নিয়েও। কারণ, বিসিসিআই যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে দ্রাবিড়ের বক্তব্যও ছিল। মেয়াদ বৃদ্ধির জন্য সেই সময় বোর্ডকে ধন্যবাদ দিয়েছিলেন তিনি। তা হলে কেন হঠাৎ এখন বলছেন যে সই করেননি? নেপথ্যে কি অন্য কোনও কারণ রয়েছে?