বছরে কত টাকা পেতে পারেন শাকিবদের বোর্ড? —ফাইল চিত্র
আইসিসির থেকে সব থেকে বেশি টাকা পায় ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বারও তাই ছিল। এ বারে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে ভারত ১৮৯৫ কোটি টাকা পেতে পারে। অন্য দেশগুলির থেকে যা অনেক বেশি। ভারতীয় বোর্ড সব সময় বেশি অর্থ দাবি করেছে কারণ তারাই ক্রিকেট বিশ্বে সব থেকে বেশি আর্থিক অবদান রাখে। বাকি দেশের বোর্ডগুলি কত পাবে?
আইসিসির থেকে টাকা পাওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা পাবে ৬.৮৯ শতাংশ অর্থাৎ প্রায় ৩৪০ কোটি টাকা। অস্ট্রেলিয়া পাবে ৬.২৫ শতাংশ (প্রায় ৩০৮ কোটি টাকা)। এর পরে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা ৫.৭৫ শতাংশ ভাগ পাবে অর্থাৎ প্রায় ২৮৪ কোটি টাকা।
বাকি দেশের বোর্ডগুলি আরও কম টাকা পাবে। নিউ জ়িল্যান্ড পেতে পারে ২৩৩ কোটি টাকা। ওয়েস্ট ইন্ডিজ় পেতে পারে ২২৬ কোটি টাকা। শ্রীলঙ্কা পেতে পারে ২২৩ কোটি টাকা। বাংলাদেশ পেতে পারে প্রায় ২২০ কোটি টাকা। ২১৬ কোটি টাকা পেতে পারে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তান পেতে পারে ১৩৮ কোটি টাকা। আয়ারল্যান্ড পেতে পারে ১৪৮ কোটি টাকা। আইসিসির সব অ্যাসোসিয়েট দেশ মিলিয়ে পেতে পারে প্রায় ৫৫১ কোটি টাকা।
২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত আইসিসি প্রায় ৫০০০ কোটি টাকা প্রতি বছর আয় করতে পারে। সেটার ৩৮.৫ শতাংশ পেতে পারে ভারত। যদিও এই পুরোটাই প্রস্তাবিত। এখনও আইসিসির তরফে নিশ্চিত করে জানানো হয়নি।