BCCI

ভারতীয় ক্রিকেট বোর্ড আরও ধনী, কোষাগারে ২০৬৮৬ কোটি টাকা, কী ভাবে বৃদ্ধি পেল আয়

ভারতীয় ক্রিকেট বোর্ড আরও ধনী হল। চলতি আর্থিক বছরে বোর্ডের কোষাগারে রয়েছে ২০,৬৮৬ কোটি টাকা। গত আর্থিক বছরের তুলনায় আয় বৃদ্ধি পেয়েছে ৪২০০ কোটি টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ২১:৩৪
Share:

ভারতীয় ক্রিকেট বোর্ড। —ফাইল চিত্র।

বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড। তা আরও ধনী হয়েছে। চলতি আর্থিক বছরে বোর্ডের কোষাগারে রয়েছে ২০,৬৮৬ কোটি টাকা। গত আর্থিক বছরের তুলনায় আয় বৃদ্ধি পেয়েছে ৪২০০ কোটি টাকা। কী ভাবে বৃদ্ধি পেয়েছে ভারতীয় বোর্ডের আয়?

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত আর্থিক বছরে ভারতীয় বোর্ডের আয় ছিল ১৬,৪৯৩ কোটি টাকা। এ বার তা বেড়ে হয়েছে ২০,৬৮৬ কোটি টাকা। অর্থাৎ, এক বছরে আয় বেড়েছে ৪২০০ কোটি টাকা। মূলত আইপিএল ও দ্বিপাক্ষিক সিরিজ়ের মিডিয়া স্বত্ব বিক্রি করে বেশি রোজগার হয়েছে বিসিসিআইয়ের।

২০২২ সালের জুন মাসে আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাঁচ বছরের জন্য ৪৮,৩৯০ কোটি টাকায় সেই স্বত্ব বিক্রি করা হয়েছে। বোর্ডের পরিকল্পনা ছিল, ২০২৩-২৪ আর্থিক বছরে ৭৪৭৬ কোটি টাকা রোজগার করবে। কিন্তু তা হয়েছে ৮৯৯৫ কোটি টাকা। বোর্ডের ফান্ডের পরিমাণও ৬৩৬৫ কোটি টাকা থেকে বেড়ে ৭৯৮৮ কোটি টাকা হয়েছে।

Advertisement

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেটের বাজার ভারত। ক্রিকেট থেকে আইসিসি যে রোজগার করে তার বড় অংশ ভারত থেকে আসে। সেই কারণে, আইসিসির লাভের সিংহভাগ পায় ভারত। সেই কারণেই ধনী থেকে ধনীতর হচ্ছে এই বোর্ড। আগামী আর্থিক বছরে বোর্ডের রোজগার আরও বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement