Bangladesh Cricket

বাংলাদেশে দ্বিতীয় ভারত! শাকিবদের মধ্যেও রোহিতদের সংস্কৃতি ঢোকাতে চান ভারতের শ্রীরাম

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা হয়েছে। তার পরে সাংবাদিক বৈঠকে রোহিতদের ভাষায় কথা বললেন দলের ভারতীয় কোচ শ্রীরাম। শাকিবদের কোচ জানালেন, দলের কাছে কী চান তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৩
Share:

শাকিব আল হাসান (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র

বাংলাদেশের টেকনিক্যাল পরামর্শদাতার দায়িত্ব নেওয়ার পরে প্রথম সাংবাদিক বৈঠক করলেন শ্রীধরণ শ্রীরাম। সেখানে তিনি জানালেন, ফলাফলের কথা ভাবছেন না। তাঁর নজর ক্রিকেটারদের খেলার মানসিকতার দিকে। ক্রিকেটাররা কী ভাবে খেলছেন, জয়ের জন্য কতটা ঝাঁপাচ্ছেন সেটাই আসল। শাকিব আল হাসানরা একটি নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যেতে পারলে দল সাফল্য পাবেই বলে মনে করছেন তিনি।

Advertisement

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা হয়েছে। তার পরে সাংবাদিক বৈঠকে শ্রীরাম বলেন, ‘‘আমি দেখব ক্রিকেটাররা কী ভাবে খেলছে। খেলার ফলের দিকে নজর দেব না। যদি দলের সাত-আট জন ক্রিকেটার নজর কাড়তে পারে তা হলেই আমরা জিতব। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাহমুদুল্লা আউট হওয়ার পরে মোসাদ্দেক যে খেলাটা শুরু করেছিল সেটা দেখে আমার ভাল লেগেছে। দল হারতেই পারে। কিন্তু এই ধরনের খেলা দলের মনোবল বাড়িয়ে দেয়।’’

একটি নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে শাকিবরা যাচ্ছেন বলে মনে করেন শ্রীরাম। তিনি চান, এই পদ্ধতি যাতে কোনও ভাবেই থেমে না যায়। শ্রীরাম বলেন, ‘‘এশিয়া কাপ থেকে আমরা ছিটকে গিয়েছি ঠিকই, কিন্তু আমরা খারাপ খেলিনি। নির্দিষ্ট পরিকল্পনা করে নির্দিষ্ট পদ্ধতিতে এগোতে হবে। সেই পথে যাত্রা শুরু করেছি।’’

Advertisement

কিছু দিন আগে এই একই কথা শোনা যেত রোহিত শর্মার মুখে। ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরে বার বার পদ্ধতির কথা বলেছেন রোহিত। খেলার ফলকে গুরুত্ব না দিয়ে সামনের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন নির্দিষ্ট পরিকল্পনার কথা। সেই একই কথা এ বার শোনা গেল বাংলাদেশের ভারতীয় পরামর্শদাতার গলায়।

চলতি বছর ন’টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। ক্রিকেটের ছোট ফরম্যাটে কেন এই হাল বাংলাদেশের? শ্রীরামের মতে, ক্রিকেটারদের মানসিকতা এর একটা বড় কারণ। তিনি বলেন, ‘‘খেলার মধ্যে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো জিততে না পারলে ম্যাচ জেতা যায় না। এখন এই সব মুহূর্তে আমরা হারছি। সেই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে।’’

এশিয়া কাপে ভাল খেলতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ফল ভাল হলে পরামর্শদাতা হিসাবে চুক্তি আরও বাড়তে পারে শ্রীরামের। আপাতত সে সব নিয়ে ভাবছেন না শ্রীরাম। তাঁর লক্ষ্য বিশ্বকাপে বাংলাদেশের ভাল ফল। তিনি বলেন, ‘‘আমি এখানে নিজের চুক্তি বাড়াতে আসিনি। আমি নিজের কাজটা ভাল করে করতে এসেছি। নিজের সেরাটা দেব। তার পর যা হবে দেখা যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement