সফল: ইডেনে ট্রফি তুলে দিচ্ছেন সৌরভ। ছবি: সুদীপ্ত ভৌমিক
ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ভারতকে ১৮১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ।
এ দিন ইডেনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪১.৪ ওভারে ২৩৪ রান তোলে। যদিও তাদের দুই ওপেনার তানজ়িম হাসান শাকিব এবং মাহফিজুল ইসলাম শূন্য রানে ফিরে যান। আউট করেন ভারতের ধনুশ গৌড়া। ফলে এক সময় তারা চাপে পড়ে গিয়েছিল। কিন্তু এর পরে দলের হাল ধরেন আইচ মোল্লা এবং মহম্মদ নওরোজ প্রান্তিক। সাত রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় আইচের। ২৮ রান করেন নওরোজ। এর পরে মহম্মদ আশিকুর জ়মান ৫০ রান করে দলের রান পৌঁছে দেন ২৩৪-এ। ভারতের হয়ে ধনুশ তিন উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে নইমুর রহমান নয়নের দাপটে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২১.৩ ওভারে ৫৩ রানেই। চারটি উইকেট নেন নইমুর। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান উদয় সাহারানের (২৬)। এ ছাড়া ১১ রান করেন কুশল এস তাম্বে (১১)। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন এস এম মেহরব হাসান এবং মহম্মদ আশিকুর জ়মান। একটি উইকেট তানজিম হাসান শাকিবের। ম্যাচের সেরা হন মহম্মদ আশিকুর জ়মান।