শাকিবদের পর আরও এক দল খেলবে বিশ্বকাপে। ফাইল ছবি
ছেলেরা আগেই যোগ্যতা অর্জন করেছিল। এ বার বাংলাদেশের মহিলা দলও টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল। স্কোরবোর্ডে কম রান তুলেও বোলারদের দাপটে তাইল্যান্ডকে হারাতে কোনও সমস্যা হল না রুমানা আহমেদদের।
প্রথমে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে পাওয়ার প্লে-তে ২৭ রান তোলে বাংলাদেশ। তবে তাইল্যান্ড বোলারদের দাপটে এর পর বাংলাদেশের কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। শুরুটা ভাল করেও উইকেট খুইয়েছেন। অধিনায়ক নিগার সুলতানা ২৪ বলে ১৭ রান করে আউট হন। শেষ দিকে রুমানার ২৪ বলে অপরাজিত ২৮ রানের সৌজন্যে নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে ১১৩ রান তোলে বাংলাদেশ।
তবে বল হাতে পুষিয়ে দেয় বাংলাদেশ। প্রথম ছ’ওভারে ১৩ রান তুলতে গিয়ে তিন উইকেট হারায় তাইল্যান্ড। নাথাকান চানথাম অর্ধশতরান করলেও নির্ধারিত ওভারে ১০২ রানের বেশি তুলতে পারেনি তাইল্যান্ড। ১১ রানে জেতে বাংলাদেশ। অপর ম্যাচে জিম্বাবোয়েকে চার রানে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে আয়ারল্যান্ড।