BPL

Bangladesh Premier League: নিয়মে বদল, আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক’টি দল খেলবে, জানাল বোর্ড

পরের বারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ হতে চলেছে ছয় দলের। জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১৬:৪২
Share:

নতুন দল আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ফাইল ছবি

পরের বারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হতে চলেছে ছয় দলের। জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনটি নতুন মালিকের অধীনে তিনটি নতুন দলের প্রবেশ হচ্ছে বিপিএল-এ। গত বারের প্রতিযোগিতার দু’টি দল থাকছে। এ ছাড়াও ফিরে আসছে পুরনো একটি দল।

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, মোট আটটি সংস্থা এ বার বিপিএল দলের মালিক হওয়ার আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে ঢাকা, সিলেট এবং খুলনা ডিভিশন থেকে একটি করে দল খেলবে। এ ছাড়া বড়িশাল ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশন থেকেও একটি করে দল আসবে। দু’বারের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও এ বার লিগে ফেরত আসছে।

মালিকগোষ্ঠীগুলির সঙ্গে বাংলাদেশ বোর্ড এক বছরের চুক্তি করেছে এ বার। জানা গিয়েছে, পরের মরসুম থেকে দীর্ঘমেয়াদী চুক্তি করা হবে। এক বছরের চুক্তির বিরোধিতা করে এ বারের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স এবং খুলনা টাইটান্স।

Advertisement

পরের বার থেকে প্রতিযোগিতার নিয়মেও বদল আসছে। চারের বদলে এ বার থেকে প্রথম একাদশে খেলবেন তিন বিদেশি ক্রিকেটার। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা বিপিএল। তার এক সপ্তাহ পরে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা দু’টি লিগেই খেলেন। যদিও বাংলাদেশ বোর্ডের প্রতিনিধি জানিয়েছেন, পাকিস্তানের প্রতিযোগিতার ব্যাপারে তাঁরা কিছু জানেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement