Bangladesh

Khaled Ahmed: বাংলাদেশের খালেদের ম্যাচ ফি কেন কেটে নিল আইসিসি

কোনও খেলোয়াড়কে লক্ষ্য করে বা কাছাকাছি ইচ্ছাকৃত ভাবে বল ছুড়লে এবং তা আম্পায়ার বা ম্যাচ রেফারি বিপজ্জনক মনে করলে তা শাস্তিযোগ্য অপরাধ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৬:৩৬
Share:

খালেদ আহমেদ। ছবি: টুইটার

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশের খালেদ আহমেদের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করল আইসিসি। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৯৫তম ওভারে খালেদ অকারণে বল ছোড়েন কাইল ভেরেইনের দিকে।

সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্টের এই ঘটনায় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার আচরণবিধির ২.৯ ধারা অনুযায়ী লেবেল ওয়ান লঙ্ঘন করেছেন খালেদ। কোনও খেলোয়াড়কে লক্ষ্য করে বা কাছাকাছি ইচ্ছাকৃত ভাবে বল ছুড়লে এবং তা আম্পায়ার বা ম্যাচ রেফারি বিপজ্জনক মনে করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা ছাড়াও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে খালেদকে।

Advertisement

খালেদের বিরুদ্ধে ম্যাচের আম্পায়াররা রিপোর্ট দেন ম্যাচ রেফারিকে। শুনানিতে নিজের দোষ স্বীকার করে নেন খালেদ। তাঁর সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং দুই ডেমিরেট পয়েন্ট হতে পারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement