শাকিব আল হাসান। —ফাইল চিত্র।
এক দিনের বিশ্বকাপের জন্য দল বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। তরুণ খেলোয়াড়দের পাশাপাশি এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞদেরও দেখে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রায় বাতিল করে দেওয়া এক ক্রিকেটারকে নিয়েও ভাবছেন শাকিব আল হাসানরা।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের হয়ে খেলার সুযোগ পাননি সৌম্য সরকার। এক দিনের বিশ্বকাপের আগে বাংলাদেশের নজরে আবার অভিজ্ঞ ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের উপরের দিকের ব্যাটারদের ব্যর্থতাই আলোচনায় নিয়ে এসেছে সৌম্যকে। আফগানিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের আগে প্রস্তুতি শিবিরে সৌম্যকে ডাকার জন্য নির্বাচকদের অনুরোধ করেছিলেন বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে। তিনি শিবিরে যোগও দিয়েছেন।
হঠাৎ কেন ৩০ বছরের ক্রিকেটারের কথা ভাবা হচ্ছে? বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস বলেছেন, ‘‘আসলে আমরা সবাইকে সুযোগ দিতে চাই। আমাদের পরিকল্পনায় নেই, এমন যাতে কেউ না ভাবে। যত বেশি ক্রিকেটারকে সুযোগ দেওয়া হবে, আমাদের তত বেশি বিকল্প তৈরি হবে। কেউ চোট পেলে আমরা তো আকাশ থেকে কাউকে পেড়ে আনব না। আমরা সবাইকে প্রস্তুতির সেরা সুযোগ দিতে চাই। কারণ যে কোনও সময় সুযোগ আসতে পারে। আমাদের লক্ষ্য এই প্রক্রিয়ার মধ্যে যত বেশি সম্ভব ক্রিকেটারকে নিয়ে আসা। আমাদের কোচের পরিকল্পনা খুব পরিষ্কার।’’
বাংলাদেশের হয়ে ১৬টি টেস্ট ৬১টি এক দিনের ম্যাচ এবং ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সৌম্য। কিন্তু গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে শাকিবের নেতৃত্বাধীন টেস্ট, টি-টোয়েন্টির দল বা তামিম ইকবালের নেতৃত্বাধীন এক দিনের দলে জায়গা পাননি ৩০ বছরের ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর দেশের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন তিনি। আগামী ১২ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কায় এমার্জিং এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে রাখা হয়েছে সৌম্যকে।
জাতীয় দলের শিবিরে ডাকা হলেও সৌম্য কি ভাল ছন্দে রয়েছেন? পোথাস বলেছেন, “জানি না সৌম্য এখন কেমন ছন্দে রয়েছে। অনেক দিন ওকে ব্যাট করতে দেখিনি। তাই পর্যবেক্ষণের জন্যই ওকে ডাকা হয়েছে। আমরা চাই ও চাপমুক্ত ভাবে খেলুক। সকলেই জানি ও কেমন ব্যাটার। নেটে বার তিনেক দেখেছি। প্রাথমিক ভাবে ভালই মনে হয়েছে।’’ বাংলাদেশের সহকারী কোচ আরও বলেছেন, ‘‘সৌম্য সম্পর্কে মতামত দেওয়ার সময় এখনও আসেনি। এই টুকু দেখে কিছু বোঝা যায় না। আরও দেখতে হবে। আগে উপরের দিকে ব্যাট করত। এখন ওকে কী ভাবে ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে কোচের সঙ্গে এখনও আলোচনা হয়নি।’’