Shakib Al Hasan

টি২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে জানতেনই না, শাকিব ব্যস্ত রবিবার দেশের নির্বাচন নিয়ে

ভোটের ময়দানে নেমে পড়েছেন বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক শাকিব আল হাসান। এখন তিনি সেই নির্বাচন নিয়েই ব্যস্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে ভাবার সময় নেই তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ ১৬:৫১
Share:

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

রাত পোহালেই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের ময়দানে নেমে পড়েছেন বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক শাকিব আল হাসান। এখন তিনি সেই নির্বাচন নিয়েই ব্যস্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে ভাবার সময় নেই তাঁর। স্পষ্ট জানিয়ে দিলেন শাকিব।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ডি-তে রয়েছে বাংলাদেশ। একই গ্রুপে রয়েছে নেপাল, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। কিন্তু সে কথা জানতেনই না বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক। তিনি জানলেন সে দেশের সংবাদমাধ্যম ‘বিডিক্রিকটাইম’এর কাছ থেকে। শুনে বলেন, “এখনই জানলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচির কথা। এই নিয়ে কথা বলার মতো অবস্থায় নেই আমি। পুরো নজরটাই এখন আমার ভোটের দিকে। ভোট শেষ হলে যখন খেলায় ফিরব, তখন ভাবব বিশ্বকাপ নিয়ে। তিন ফরম্যাটের ক্রিকেট একসঙ্গে মিলিয়ে দিলে যা হয়, রাজনীতি হচ্ছে সেটা।” মগুরা থেকে ভোট লড়ছেন শাকিব।

এক দিনের বিশ্বকাপে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন শাকিব। শেষ ম্যাচটি খেলতে পারেননি। বিশ্বকাপের সময় তাঁর চোখে সমস্যা ছিল বলেও জানা গিয়েছে কিছু দিন আগে। কিন্তু সেটা সঠিক নয় বলে জানিয়েছেন শাকিব। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বলেন, “আমি সম্পূর্ণ সুস্থ। আমি জানি না কী বলেছিলাম, সেটা শুনে কে কী লিখেছে। এমন কোনও অসুবিধা ছিল বলে আমার মনে পড়ছে না। আমি চিকিৎসকের কাছে গিয়েছিলাম। সামান্য একটা সমস্যা ছিল। কিন্তু সেটা খুব বড় কিছু নয়।”

Advertisement

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের থেকে ভাল ফলের আশা ছিল সমর্থকদের। শাকিব নিজেও কয়েক বছর আগে বলেছিলেন, যে ২০২৩ বিশ্বকাপই তাঁর শেষ সুযোগ। তিনি বিশ্বকাপ জিততে চেয়েছিলেন। কিন্তু সেই আশা পূরণ হয়নি। তবে ট্রফি জয়ের জন্য মরিয়া শাকিব। তিনি বলেন, “আমি এখনও ট্রফি জিততে চাই। চেষ্টা করছি। আশা করি খুব তাড়াতাড়ি বাংলাদেশ ট্রফি জিতবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement