শাকিব আল হাসান। —ফাইল চিত্র।
এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ় এবং আমেরিকায়। কিন্তু আমেরিকার পিচ কেমন? এখনও তা জানেন না বাংলাদেশের কোচ। যেহেতু আমেরিকায় ক্রিকেট তেমন জনপ্রিয় নয়, কোনও দেশই আমেরিকার পিচে খুব বেশি ম্যাচ খেলেনি। ফলে পিচ সম্পর্কে তেমন কোনও তথ্য নেই। দল তৈরি করার ক্ষেত্রে যা সমস্যার বলে মনে করছেন বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবেই এই সিরিজ়কে দেখছেন বাংলাদেশের কোচ। তিনি বলেন, “বিশ্বকাপে কেমন দল হবে সেটার পরিকল্পনা চলছে। প্রতিটা ম্যাচে এক এক জন ক্রিকেটার কী ভাবে খেলছে, সেটা নজর রাখছি আমরা। আমাদের দলের পরিকল্পনার সঙ্গে কোন ক্রিকেটার মানিয়ে নিতে পারছে, সেটাও খেয়াল রাখা হচ্ছে। কিন্তু আমেরিকার উইকেট কেমন হবে আমরা জানি না। সেখানে আমাদের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। কিন্তু কেউই জানে না আমেরিকার পিচ কেমন। সে বিষয়ে তেমন কোনও তথ্য নেই।”
আমেরিকায় মাঠ তৈরি করা হচ্ছে। সেখানে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে পিচ এনে বসানো হবে। বাংলাদেশের কোচ বলেন, “শুনেছি অ্যাডিলেড থেকে পিচ যাচ্ছে। তাই মনে হয় অস্ট্রেলিয়ার মতো পিচ হবে। তবে আমি ওখানকার বেশ কয়েক জনের সঙ্গে কথা বলেছি। যতটা সম্ভব খোঁজ নেওয়ার চেষ্টা করছি।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের পিচ ব্যাটার-সহায়ক হবে বলে মনে করছেন বাংলাদেশের কোচ। তিনি বলেন, “আমরা নিজেদের শক্তির উপর ভরসা রাখছি। ডেথ বোলিংয়ে উন্নতি করার চেষ্টা করছি। এখন যে পিচে খেলছি, সেটার থেকে বিশ্বকাপের পিচ আলাদা হবে। হয়তো অনেক বেশি ঘাস থাকবে, বাউন্স থাকবে। এখন আমরা এমন পিচে খেলতে চাই, যেখানে রান হবে। তাতে বোলারেরা বুঝতে পারবে কোথায় তাদের উন্নতি প্রয়োজন।”