দলকে বার্তা বাংলাদেশের অধিনায়কের। ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিন্তায় নুরুল হাসান। দলের খামতি বুঝতে পেরেছেন বাংলাদেশের অধিনায়ক। কেন ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছে সেটা জানেন। কী ভাবে সেই সমস্যার সমাধান করা যাবে তার জন্য দলের ক্রিকেটারদের বার্তা দিয়েছেন নুরুল।
কয়েক দিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার হয়েছে বাংলাদেশের। দলের এই খারাপ খেলার জন্য ক্রিকেটারদের মানসিকতাকে দায়ী করেছেন নুরুল। তিনি বলেছেন, ‘‘আমাদের দলে বিধ্বংসী ক্রিকেটার কম। সেই কারণে দ্রুত রান তুলতে সমস্যা হচ্ছে। সেই চাপে পড়ে দল হেরেছে। বুদ্ধি খাটিয়ে খেলতে হবে আমাদের।’’
বিধ্বংসী ক্রিকেটার কম থাকলে কী ভাবে বড় রান করা যায়, সে কথা জানিয়েছেন নুরুল। বাংলাদেশের অধিনায়কের কথায়, ‘‘আমরা যদি বেশি ছক্কা মারতে না পারি তা হলে বেশি চার মারার চেষ্টা করতে হবে। দৌড়ে বেশি রান করতে হবে। তা হলেই বড় রান করা যাবে।’’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খারাপ খেললেও দলের ক্রিকেটারদের উপর থেকে আস্থা হারাচ্ছেন না নুরুল। তিনি বলেছেন, ‘‘আমাদের দলে অনেক ক্রিকেটার আছে যারা ছ’সাত বছর ধরে খেলছে। ওদের অনভিজ্ঞ বলা যায় না। সেই সঙ্গে দলে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটারও রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভাল খেলার জন্য ওরা মুখিয়ে রয়েছে।’’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শাকিব আল হাসান, মাহমুদুল্লার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পায়নি বাংলাদেশ। তাঁদের না থাকা দলের উপর প্রভাব ফেলেছে বলে মনে করছেন নুরুল। তাঁর আশা, শাকিবরা ফিরলে দলের ছবিটা বদলে যাবে। বিশ্বকাপে তাঁরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন বলে সমর্থকদের কথা দিয়েছেন নুরুল।