ভাতের বিরুদ্ধে সিরিজ়ে বাংলাদেশের এক দিনের দলে ফিরলেন শাকিব। ফাইল ছবি।
ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দল ঘোষণা করল বাংলাদেশ। তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। দলে ফেরানো হয়েছে শাকিব আল হাসানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিরুদ্ধেই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ।
এক দিনের সিরিজ়ের জন্য ১৬ সদস্যের দল বেছে নিলেন বাংলাদেশের নির্বাচকরা। দলে তেমন কোনও চমক নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গত অগস্টে ব্যক্তিগত কারণে জ়িম্বাবোয়ে সফরে যাননি শাকিব। ভারতের বিরুদ্ধে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে পাচ্ছে বাংলাদেশ। দলে ফেরানো হয়েছে ব্যাটার ইয়াসির আলিকে। রাখা হয়েছে জোরে বোলার ইবাদত হোসেনকেও। তাঁকে জ়িম্বাবোয়ে সিরিজ়ের দলে প্রথমে নেওয়া হয়নি। পরে নেওয়া হয়। একটি ম্যাচ খেলার সুযোগ পান। তাতে বল হাতে নজর কেড়েছিলেন ইবাদত। বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে ২ উইকেট পেয়েছিলেন তিনি। তাঁর সঙ্গেই দলে নেওয়া হয়েছিল মহম্মদ নইমকে। তিনি অবশ্য জ়িম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পাননি। ভারতের বিরুদ্ধে তাঁকেও দলে রেখেছেন নির্বাচকরা। তবে দলে জায়গা হয়নি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন, জোরে বোলার শরিফুল ইসলাম এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন, ‘‘জ়িম্বাবোয়ে সফরে আমরা শাকিবকে পাইনি। তাই দলে মোসাদ্দেককে রাখা হয়েছিল। শাকিবকে এ বার পাচ্ছি আমরা। তাই ৫০ ওভারের ক্রিকেটের দলে মোসাদ্দেককে রাখা হয়নি। ইবাদতকে আমরা এক দিনের ক্রিকেটে আরও দেখতে চাই। কয়েক মাস ধরে বেশ ভাল বল করছে ও।’’
ঘোষিত বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদুল্লাহ, নাজমুল হোসেন, নুরুল হাসান।