Shakib Al Hasan

T20 world cup 2021: বিশ্বকাপে বড় ধাক্কা বাংলাদেশের, বাকি প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন শাকিব

এ বারের বিশ্বকাপে বাংলাদেশের বড় ভরসা ছিলেন শাকিব। টি২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডারকে হারিয়ে বেশ বিপদে পড়ল তাঁর দেশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৮:৩৪
Share:

হতাশ শাকিব আল হাসান। —ফাইল চিত্র

টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শাকিব আল হাসান। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে বিশ্বকাপের বাকি ম্যাচে খেলতে পারবেন না তিনি। যোগ্যতা অর্জন পর্বে জিতলেও মূল পর্বে এখনও অবধি একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। বাকি ম্যাচে তারা আর পাবে না বিশ্বের এক নম্বর অলরাউন্ডারকে।

সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বাংলাদেশের। এমন অবস্থায় শাকিব ছিটকে যাওয়ায় নতুন কাউকে দেখে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। এ বারের বিশ্বকাপে একটি রেকর্ড গড়েন শাকিব। টি২০ বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন তাঁর দখলে। টপকে গিয়েছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে।

Advertisement

দলের জন্য এই বিশ্বকাপ মনে রাখার মতো না হলেও শাকিব মনে রাখতে চাইবেন তাঁর রেকর্ডের জন্য। টি২০ ক্রিকেটেও সব চেয়ে বেশি উইকেট তাঁর দখলে। লাসিথ মালিঙ্গার ১০৭টি উইকেটের রেকর্ড ভেঙে দিয়েছেন শাকিব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement