বিশ্বকাপ থেকে ছুটি পাকিস্তানের। ছবি: পিটিআই।
বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান। শনিবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬০ বল বাকি থাকতেই হেরে গেল তারা। আগে ব্যাট করে ইংল্যান্ডের তোলা ৩৩৮ রান ৬.৪ ওভারের মধ্যে রান তাড়া করে জিততে হত তাদের। একমাত্র তা হলেই নিউ জ়িল্যান্ডকে রান রেটে টপকে চতুর্থ স্থানে চলে আসত তারা। কিন্তু নির্ধারিত সময়ে সেই রান তুলতে পারেনি পাকিস্তান।
নিউ জ়িল্যান্ড বিরাট রান রেট টপকাতে পাকিস্তানের সামনে কঠিন অঙ্ক ছিল। বাবর আজম টসে হারের পর সেই অঙ্ক এমনিতেই কঠিন হয়ে যায়। রান তাড়া করতে নেমে কাজ যে সহজ হবে না, এটা আগেই বোঝা গিয়েছিল। সেটাই হয়েছে। ৩৩৮ রানের লক্ষ্য ৬.৪ ওভারে তোলা কোনও দলের পক্ষেই সম্ভব নয়। কারণ প্রতি বলে ছয় মারলেও ৪০ বলে ২৪০ রানের বেশি তোলা সম্ভব নয়। ক্রিকেটীয় নিয়মে তাই রান তাড়া করতে নামার আগেই ছিটকে গিয়েছিল পাকিস্তান।
গত বারের বিশ্বকাপেও নিউ জ়িল্যান্ড পাকিস্তানের আগে শেষ করেছিল। দু’দলেরই একই পয়েন্ট ছিল। কিন্তু রান রেটের বিচারে উপরে ছিল নিউ জ়িল্যান্ড। গত বারের বিশ্বকাপে শেষ ম্যাচে বাংলাদেশকে ৩১৬ রানে জিততে হত পাকিস্তানকে। আগে ব্যাট করার সুযোগও পেয়েছিল তারা। কিন্তু ৩১৬ রানে জেতা তো দূর, তত রান তুলতেই পারেনি তারা। ৩১৫ তোলে। ফলে ওখানেই শেষ চারে যোগ্যতা অর্জনের সম্ভাবনা শেষ হয়ে যায়। এ বারও তাই হল। রান রেটের কারণে পর পর দু’টি বিশ্বকাপের শেষ চার হাতছাড়া হল পাকিস্তানের।