India vs Pakistan

এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে মুখ খুললেন বাবর, রোহিতের ভারতের কথাই নেই পাক অধিনায়কের মুখে

এশিয়া কাপের আগে বাবর আজম কথা বললেন পাকিস্তানের প্রস্তুতি নিয়ে। কিন্তু ভারতের সম্পর্কে কোনও কথা তাঁর মুখে শোনা গেল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৩ ১৮:৪৬
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং বাবর আজম। — ফাইল চিত্র।

এশিয়া কাপের দল ঘোষণা করে দিয়েছে ভারত। তার আগে দল ঘোষণা করেছে পাকিস্তানও। যে দিন ভারতের দল ঘোষণা হল, সে দিনই এশিয়া কাপ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কিন্তু তাঁর কথায় কোথাও এল না ভারতের নাম। স্রেফ নিজের দল নিয়েই কথা বললেন তিনি। কী ভাবে এশিয়া কাপ এবং বিশ্বকাপে ভাল খেলা যায় আপাতত সেটাই চিন্তা তাঁর।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের এক দিনের সিরিজ়‌ খেলবে পাকিস্তান। সেই সিরিজ়‌ শুরু মঙ্গলবার। এশিয়া কাপের আগে শেষ প্রস্তুতির মঞ্চ এটি। তার আগে বাবর বলেছেন, “অনেক দিন পরে সবাইকে একসঙ্গে দেখে ভাল লাগছে। দলে কিছু নতুন মুখ রয়েছে। আগামী দিনের চ্যালেঞ্জের জন্যে প্রত্যেকে তৈরি। অনেকেই বিভিন্ন দেশের লিগে খেলে এসেছে। কিন্তু পাকিস্তানের জার্সি গায়ে দেওয়ার অনুভূতি আলাদা। এখানে কিছু দিন আগেই টেস্ট সিরিজ়‌ খেলে গিয়েছি। এক দিনের সিরিজ়‌েও ভাল খেলার ব্যাপারে আশাবাদী।”

এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে বাবরের মন্তব্য, “আমরা প্রস্তুতি নিয়ে ভাবছি, প্রতিপক্ষ নিয়ে নয়। এশিয়া কাপ এবং বিশ্বকাপে কঠিন লড়াই হতে চলেছে। কিন্তু আমরা প্রতিটা সিরিজ়‌ ধরে ধরে এগোতে চাই। বড় প্রতিযোগিতার আগে এ রকম সিরিজ়‌ আমাদের সাহায্য করবে। তার থেকেও বড় কথা, এখানেও এশিয়া কাপে ম্যাচ খেলতে হবে আমাদের।”

Advertisement

প্রসঙ্গত, শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচ খেলবে পাকিস্তান। যদি সুপার ফোরে ওঠে, তা হলেও শ্রীলঙ্কাতেই খেলতে হবে তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement