বাবর আজ়ম। —ফাইল চিত্র
নেপালকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। আত্মবিশ্বাস তুঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের। অধিনায়ক বাবর আজ়ম ও ইফতিখার আহমেদ শতরান করেছেন। শনিবার সামনে ভারত। সেই ম্যাচে নামার আগে অবশ্য সতর্ক বাবর। পাকিস্তানের অধিনায়ক জানেন, ভারতের বিরুদ্ধে জেতা সহজ হবে না। তাই অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে রাজি নন তিনি।
ভারতের বিরুদ্ধে নামার আগে বাবর বলেন, ‘‘নেপাল ম্যাচে প্রস্তুতির ভাল সুযোগ পেয়েছি আমরা। ভারতের বিরুদ্ধে নামার আগে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। কিন্তু তাই বলে অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে চাইছি না। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচে কী হবে তা আগে থেকে বোঝা যায় না। আমরা সতর্ক থাকতে চাই।’’
রোহিত শর্মাদের বিরুদ্ধে আশাবাদী বাবর। নিজেদের ১০০ শতাংশ দিতে চান তাঁরা। পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘‘ভারতের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেব। দলের সবাই ফুরফুরে মেজাজে আছে। অতিরিক্ত চাপও নিতে চাই না। আশা করি খেলার ফল আমাদের পক্ষেই থাকবে।’’
ভারতের বিরুদ্ধে শেষ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল পাকিস্তান। সেই ম্যাচে বিরাট কোহলির ব্যাটে হারতে হয়েছিল তাদের। এ বার যাতে সেটা না হয় তার জন্য আলাদা করে প্রস্তুতি শুরু নিচ্ছে পাকিস্তান। দলের পেসারদের খেলায় খুশি বাবর। পাক অধিনায়ক বলেন, ‘‘আমাদের তিন পেসারই ভাল ফর্মে আছে। যথেষ্ট গতিতে বল করছে। লাইন, লেংথ ঠিক থাকছে। ভারতের বিরুদ্ধে বোলিংয়ের শুরুটা ওদের ভাল করতে হবে।’’