Babar Azam

৯৪ রানে শেষ নিউ জ়িল্যান্ড, বাবরের শততম ম্যাচে জয়ী পাকিস্তান

দেশের হয়ে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন বাবর আজম। সেই ম্যাচে নিউ জ়িল্যান্ডকে ৮৮ রানে হারাল পাকিস্তান। তবে ব্যাট হাতে ব্যর্থ বাবর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৬:৪৬
Share:

বাবরের উল্লাস সতীর্থের সঙ্গে। ছবি: টুইটার

দেশের হয়ে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন বাবর আজম। সেই ম্যাচে নিউ জ়িল্যান্ডকে ৮৮ রানে হারাল বাবরের পাকিস্তান। মাত্র ৯৪ রানে শেষ হয়ে যায় কিউইদের ইনিংস।

Advertisement

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ছিল শুক্রবার। এই ম্যাচে দুর্দান্ত বল করলেন হ্যারিস রউফ। ১৮ রানে তাঁর চার উইকেটের সৌজন্যে নিউ জ়‌িল্যান্ডকে বড় ব্যবধানে হারায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৯.৫ ওভারে ১৮২ রান তোলে। জবাবে ১৫.৩ ওভারে ৯৪ রানে শেষ হয়ে যায় কিউইরা। যদিও নিউ জ়িল্যান্ড দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তানে গিয়েছে। তাদের প্রথম সারির আট জন ক্রিকেটার আইপিএল খেলতে ব্যস্ত।

পাকিস্তান জিতলেও শততম ম্যাচে ব্যাট হাতে অবশ্য বিশেষ কিছু করতে পারেননি বাবর। আউট হন মাত্র ৯ রানে। আর এক ওপেনার মহম্মদ রিজওয়ান করেন ৮ রান। ৩০ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর তরুণ ব্যাটার সাইম আয়ুব এবং অভিজ্ঞ ফখর জমান মিলে ধস সামলান। দু’জনেই ৪৭ রান করেন। পরের দিকে নেমে ফাহিম আশরফ ২২ রান করেন।

Advertisement

তবে হ্যাটট্রিক করে নজর কেড়ে নেন নিউ জ়‌িল্যান্ডের ম্যাট হেনরি। ১৩তম ওভারের শেষ দুই বলে ফেরান শাদাব খান এবং ইফতিকার আহমেদকে। ১৯তম ওভারে আবার বল করতে এসে আউট করেন শাহিন আফ্রিদিকে।

ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি কিউয়ি ব্যাটাররা। ওপেনার টম লাথাম একটা দিক ধরে রাখার চেষ্টা করছিলেন। উল্টো দিক থেকে একের পর এক উইকেট পড়তে থাকে। পরের দিকে মার্ক চ্যাপম্যানের ৩৪ বাদে আর কেউ খেলতে পারেনি। নিউ জ়িল্যান্ডের শেষ পাঁচ উইকেট পড়ে মাত্র ছ’রানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement