ICC World Cup 2023

দল ছেড়ে বাবর-শাহিন গেলেন বিশেষ কাজ সারতে, কোথায় গিয়েছিলেন দুই পাক ক্রিকেটার?

হায়দরাবাদে রয়েছেন পাকিস্তানের ক্রিকেটারেরা। দু’টি প্রস্তুত ম্যাচ ছাড়াও বিশ্বকাপের প্রথম ম্যাচ সেখানেই খেলবেন বাবরেরা। নানা ভাবে অবসর সময় কাটাচ্ছেন ভারতের আতিথেয়তায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৩ ১৩:৫৫
Share:

(বাঁদিকে) শাহিন আফ্রিদি এবং বাবর আজ়ম। ছবি: ইনস্টাগ্রাম।

এশিয়া কাপে ভারত, শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। দেশে ফিরে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন বাবর আজ়মেরা। তবু বিশ্বকাপের আগে অনুশীলন ছেড়ে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা।

Advertisement

ভারতে বিশ্বকাপ খেলতে এসে খোশ মেজাজে রয়েছেন পাকিস্তানের ক্রিকেটারেরা। দলের প্রায় সব ক্রিকেটারই এই প্রথম ভারত সফরে এসেছেন। তাই নানা ভাবে অবসর সময় কাটানোর চেষ্টা করছেন। যেমন শনিবার হায়দরাবাদের এক রেস্তোরাঁয় সবাই মিলে খেতে গিয়েছিলেন বাবরেরা। হাসি মুখে মিটিয়েছেন ক্রিকেটপ্রেমীদের নানা আবদার। এ বার তাঁদের দেখা পাওয়া গেল অন্য এক জায়গায়। তবে সবাই নন, গিয়েছিলেন শুধু বাবর এবং শাহিন আফ্রিদি। তা-ও আলাদা আলাদা।

বিশ্বকাপের খেলা শুরু হয়ে গেলে ক্রিকেটারদের আর পাওয়া যাবে না। যেটুকু সময়, তা প্রতিযোগিতা শুরুর আগে। সেটাই ব্যবহার করতে চাইছে বিভিন্ন সংস্থা। বিশ্বকাপ শুরুর আগে বাবর এবং শাহিনকে দিয়ে বিজ্ঞাপনের শুটিং করিয়ে নিল তারা। পাকিস্তানের দুই ভরসা গিয়েছিলেন আলাদা পণ্যের বিজ্ঞাপনের শুটিং করতে। দু’জনেরই শুটিংয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

৬ অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করবেন বাবরেরা। হায়দরাবাদেই হবে সেই ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন তাঁরা। দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১০ অক্টোবর হবে সেই ম্যাচ। তার পরেই ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। ১৪ অক্টোবর হবে সেই ম্যাচ। এর পর অস্ট্রেলিয়া (২০ অক্টোবর), আফগানিস্তান (২৩ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (২৭ অক্টোবর), বাংলাদেশ (৩১ অক্টোবর), নিউ জ়িল্যান্ড (৪ নভেম্বর) এবং ইংল্যান্ডের (১১ অক্টোবর) বিরুদ্ধে খেলবে পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement