ICC ODI World Cup 2023

খেলতে খেলতে পড়ে গিয়ে দুর্ঘটনা বিশ্বকাপে রেকর্ড করা ক্রিকেটারের, শনিবারের ম্যাচের আগে ধাক্কা

বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা পাকা করতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। কিন্তু সেই ম্যাচের আগে সমস্যায় কামিন্সেরা। দুর্ঘটনায় চোট পেয়েছেন ফর্মে থাকা ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৩ ১৬:২৩
Share:

এক দিনের বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

বিশ্বকাপের সেমিফাইনাল খেলা এখনও নিশ্চিত হয়নি প্যাট কামিন্সদের। আগামী ৪ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাঁদের। এই সময় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। চোটের জন্য জস বাটলারদের বিরুদ্ধে সম্ভবত খেলতে পারবেন না ফর্মে থাকা অলরাউন্ডার।

Advertisement

ম্যাচ খেলতে গিয়ে বা অনুশীলনে চোট লাগেনি। গল্ফ কার্টের পিছনের দিকে পড়ে গিয়ে চোট পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। সোমবার বিকালে গল্ফ কার্টের পিছনের দিকে বসেছিলেন। নামার সময় পড়ে যান অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। তাঁর মাথায় আঘাত লেগেছে। ছোট ক্ষত তৈরি হয়েছে তাঁর মাথার পিছন দিকে। মাথায় চোট পাওয়ায় অস্ট্রেলিয়া দলের নিয়ম অনুযায়ী, পরের ম্যাচে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। ফলে ৪ নভেম্বর আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা হবে না তাঁর।

মাঠের বাইরের কোনও ঘটনায় এই নিয়ে গত ১২ মাসে দ্বিতীয় বার আঘাত পেলেন ম্যাক্সওয়েল। ২০২২ সালের নভেম্বরে একটি পার্টিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তিনি। সে বার তাঁর পা ভেঙে গিয়েছিল। চোট সারিয়ে বিশ্বকাপের কিছু দিন আগে মাঠে ফিরেছিলেন ম্যাক্সওয়েল।

Advertisement

বিশ্বকাপে বেশ ভাল ফর্মে রয়েছেন ম্যাক্সওয়েল। অফ স্পিন বোলিংয়ের পাশাপাশি আগ্রাসী মেজাজে ব্যাটিং করতেও দেখা যাচ্ছে তাঁকে। কয়েক দিন আগেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪০ বলে সেঞ্চুরি করে দ্রুততম শতরানের নজির গড়েছেন বিশ্বকাপে। এখনও পর্যন্ত বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে এসেছে ১৯৬ রান। তাঁর স্ট্রাইক রেট ১৪৮.৪৮। বল হাতে নিয়েছেন ৪ উইকেট। স্বভাবতই ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাক্সওয়েলের অনুপস্থিতি অস্ট্রেলিয়া শিবিরের কাছে ধাক্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement