রান না পেলেও নতুন মাইল ফলক স্পর্শ করলেন ফিঞ্চ। ফাইল ছবি।
ইংল্যান্ডের কাছে দল হারলেও ব্যক্তিগত মাইল ফলক স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করলেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দলকে জেতাতে পারলেন না ব্যাট হাতে। যদিও ব্যাট হাতেই নতুন মাইল ফলক স্পর্শ করলেন ফিঞ্চ। রবিবার চার নম্বরে ব্যাট করতে নেমে ৭ বলে ১২ রান করেন ফিঞ্চ। রান না পেলেও টি-টোয়েন্টি ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করলেন তিনি। রোহিত শর্মা, মার্টিন গাপ্টিল, বিরাট কোহলি, বাবর আজম এবং পল স্টার্লিংয়ের পর এই কীর্তি গড়লেন ফিঞ্চ।
কয়েক দিন আগে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় অধিনায়ক হিসাবে দ্রুততম দু’হাজার রান পূর্ণ করেছেন ফিঞ্চ। রবিবার একটি বিশাল ছক্কা মেরে ইনিংস শুরু করেন ফিঞ্চ। ভাগ্য সঙ্গে ছিল না তাঁর। রান আউট হয়ে ফিরলেন সাজঘরে। টি-টোয়েন্টি ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করতে রবিবার ম্যাচের আগে ফিঞ্চের দরকার ছিল ১২ রান। সেই ১২ রান করেই আউট হয়ে যান। উল্লেখ্য, কিছু দিন আগে এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ফিঞ্চ।