রিভিউ নেওয়ার কথা মনেই পড়ল না ওয়ার্নারের। ছবি: টুইটার থেকে
শাদাব খানের বল উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানের হাতে জমা পড়তেই লাফিয়ে উঠল পাকিস্তান। যে উইকেটটি এত ক্ষণ ধরে চাইছিলেন বাবর আজমরা সেটাই পেয়ে গেলেন তাঁরা। ব্যাটটি দু’বার শ্যাডো প্র্যাকটিসের মতো চালিয়ে বেরিয়ে গেলেন ডেভিড ওয়ার্নার।
এই অবধি সব ঠিকই ছিল, কিন্তু পুনঃসম্প্রচার দেখাতেই হাহাকার অস্ট্রেলিয়ার সমর্থকদের মনে। বল তো ব্যাটেই লাগেনি ওয়ার্নারের। যে অভিজ্ঞ ব্যাটার ফাইনালে ওঠার স্বপ্ন দেখাচ্ছিলেন অস্ট্রেলিয়াকে সেই ওয়ার্নারই এমন কাণ্ড করে বসলেন। বল ব্যাটে না লাগতেও মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। রিভিউ নেওয়ার কথা মনেই পড়ল না ওয়ার্নারের।
ক্রিকেটে বিরাট ভূমিকা নিয়েছে প্রযুক্তি। তার সাহায্য নিয়ে বহু সিদ্ধান্ত পাল্টে দিয়েছে ম্যাচের রং। টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে সেই প্রযুক্তির সাহায্য নিলেন না ওয়ার্নার। নিজের ব্যাটে বল লেগেছে কি না সেটাই বুঝতে পারলেন না তিনি।