বিশ্বকাপ জিতে সতীর্থদের সঙ্গে উল্লাস অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের (ডান দিক থেকে চতুর্থ)। —ফাইল চিত্র
কিছু দিন আগেই বিশ্বকাপ জিতেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তার মধ্যে একটি ম্যাচে এক পায়ে দ্বিশতরানের ইনিংস খেলেছেন তিনি। সেই ম্যাক্সওয়েল মুগ্ধ আইপিএল নিয়ে। তিনি জানিয়েছেন, যত দিন হাঁটতে পারবেন তত দিন আইপিএল খেলবেন। এই প্রতিযোগিতা খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে চান তিনি।
মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমে ম্যাক্সওয়েল বলেন, ‘‘আইপিএল আমার খেলা সেরা লিগ। আমার কেরিয়ার আইপিএলের বড় ভূমিকা আছে। ওখানে যে সব কোচের অধীনে খেলেছি তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে। বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মতো ক্রিকেটারদের কাছে অনেক কিছু শিখেছি। ওরা আমার খেলার উন্নতিতে সাহায্য করেছে। তাই আইপিএলই হবে আমার শেষ প্রতিযোগিতা। যত দিন হাঁটতে পারব তত দিন আইপিএল খেলব।’’
সামনের বছর ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আইপিএল খেলার পরামর্শ দিয়েছেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘‘আশা করছি, সামনের নিলামে অস্ট্রেলিয়ার বেশ কিছু ক্রিকেটার আইপিএল খেলবে। ওয়েস্ট ইন্ডিজ় ও অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ খেলতে গেলে ভারতের অভিজ্ঞতা কাজে লাগবে ওদের।’’
আইপিএলের আগে ঘরের মাটিতে বিগ ব্যাশ খেলবেন ম্যাক্সওয়েল। সেখানে মেলবোর্ন স্টার্সের অধিনায়ক তিনি। আপাতত সে দিকে নজর দিতে চান ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘‘বিশ্বকাপের পরে এখন টি-টোয়েন্টির দিকেই নজর দিতে চাই। আশা করছি বিগ ব্যাশে ভাল খেলব। এখানেই আইপিএলের প্রস্তুতি সেরে ফেলতে চাই। তার পরে আইপিএলে আরসিবি-কে চ্যাম্পিয়ন করতে চাই।’’