ক্যামেরন গ্রিন। —ফাইল চিত্র।
ক্যামেরন গ্রিনের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই লক্ষ্যে সবচেয়ে বড় বাধা ভারত। চলতি বছরেই দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ় জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে চান অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। ১০ বছর দেশের মাটিতে জয় অধরা। সেই পরিসংখ্যান বদলাতে চান তিনি।
দেশের মাটিতে এই প্রথম বার বর্ডার-গাওস্কর ট্রফি খেলবেন গ্রিন। আগে থেকেই তৈরি তিনি। গ্রিন বলেন, “ভারত খুব কঠিন প্রতিপক্ষ। প্রতি বার আমাদের সঙ্গে ওদের লড়াই টান টান হয়। আমি জানি, এ বারও তাই হবে। ভারতের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে আছি। এ বার জিততে চাই।”
গ্রিন জানেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে প্রতিটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বলেন, “প্রত্যেকটা ম্যাচ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কারণ, ফাইনাল খেলতে হলে প্রত্যেকটা পয়েন্ট পেতে হবে। এ বার ভারতকে হারাতে হবে। তবেই আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারব। আশা করছি এ বার সেটা পারব।”
২০১৪-১৫ সিরিজ়ের পর থেকে বর্ডার-গাওস্কর ট্রফি জিততে পারেনি অস্ট্রেলিয়া। মাঝে দু’বার দেশের মাটিতে হারতে হয়েছে। এখনও পর্যন্ত ১৫ বার বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারত ১০ বার জিতেছে। অস্ট্রেলিয়া ৫ বার। সেই পরিসংখ্যান এ বার বদলাতে চান গ্রিন। দেশের মাটিতে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে চান অসি অলরাউন্ডার।