টিম ডেভিড। —ফাইল চিত্র।
এক দিনের বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন টিম ডেভিড। টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসও খেলেন। তার পরেই এক দিনের দলে ডাক পেলেন ডেভিড। বিশ্বকাপের আগে এই ডাক পাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে বুধবার ২৮ বলে ৬৪ রানের ইনিংস খেলেন ডেভিড। তার পরেই অস্ট্রেলিয়ার এক দিনের দলে ডাক পেলেন অস্ট্রেলিয়ার ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরের শেষে হবে সেই সিরিজ়। সেই দলেই ডাক পেয়েছেন ডেভিড। তার পর ভারতের বিরুদ্ধেও এক দিনের সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া।
২০২২ সালে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম বার ডাক পেয়েছিলেন ডেভিড। টি-টোয়েন্টি ক্রিকেট অভিষেক হয় আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ব্যাটারের। এখনও পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৮০৪ রান করেছেন ডেভিড। স্ট্রাইক রেট ১৬৩.৪১। গড় ৩৮.২৮। অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডডমেড বলেন, “টি-টোয়েন্টি সিরিজ়ে খেলার জন্য ডেভিড দক্ষিণ আফ্রিকায় রয়েছে। আমরা দেখতে চাই এক দিনের ক্রিকেটে ও কেমন খেলে। ফিনিশার হিসাবে বড় ভূমিকা নিতে পারে ডেভিড।”
প্যাট কামিন্স না থাকায় মিচেল মার্শ নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়াকে। তিনিও ডেভিডের প্রশংসা করেছেন। মার্শ বলেন, “ডেভিড খুব ঠান্ডা মাথায় খেলতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে ওর দায়িত্ব ও জানে। হয়তো ধারাবাহিকতা দেখাতে পারেনি, কিন্তু ওর ম্যাচ জেতানোর ক্ষমতা দলের কাজে লাগে। ডেভিড অস্ট্রেলিয়ার সম্পদ। আমি চাই ও নিজের মতো খেলুক।”