Anrich Nortje

ফিল্ডিং করার সময় ৩১৫ কেজির স্পাইক্যামের ধাক্কা থেকে বাঁচলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

হঠাৎ স্পাইডার ক্যামেরার ধাক্কা খেলেন নোখিয়ে। সেই ধাক্কা এতটাই জোরে ছিল যে মাটিতে পড়ে যান তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৪:৫১
Share:

স্পাইডার ক্যামেরা নিয়ে মেলবোর্নে আবার বিতর্ক। —ফাইল চিত্র

মেলবোর্নে ফিল্ডিং করছিলেন এনরিখ নোখিয়ে। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে তখন ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। সেই সময় হঠাৎ ৩১৫ কেজির স্পাইডার ক্যামেরার ধাক্কা খেলেন নোখিয়ে। সেই ধাক্কা এতটাই জোরে ছিল যে মাটিতে পড়ে যান তিনি।

Advertisement

বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছিল মেলবোর্নে। সেই সময় ফিল্ডারদের মাথার উপরে থাকা ক্যামেরাটি হঠাৎ দ্রুত নেমে আসে। সেটাই ধাক্কা মারে স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা নোখিয়ের মাথায়। অন্য একটি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে। দেখা যায় ক্যামেরার ধাক্কায় মাটিতে পড়ে যান নোখিয়ে। যদিও বড় চোট লাগেনি তাঁর। মাঠ ছাড়েননি তিনি। সেই চোট লাগার আগেই দারুণ বোলিং করতে দেখা গিয়েছিল নোখিয়েকে। চার ওভারে মাত্র ১১ রান দিয়েছিলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারত বনাম পাকিস্তান ম্যাচেও বিতর্ক তৈরি হয়েছিল স্পাইডার ক্যামেরা নিয়ে। রবিচন্দ্রন অশ্বিনের বলে শান মাসুদের মারা বল লাগে ক্যামেরার তারে। এর ফলে বলটি এমন জায়গায় পড়ে যেখানে কোনও ফিল্ডার ছিলেন না। পাকিস্তানের ব্যাটাররা দৌড়ে এক রান নিয়ে নেন। সেই সময় রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ড্যকে উষ্মা প্রকাশ করতে দেখা যায়। উল্লেখ্য, সেই ম্যাচটিও হয়েছিল মেলবোর্নে।

Advertisement

এটি ওয়ার্নারের শততম টেস্ট। তিনি এই ম্যাচে দ্বিশতরান করেন। স্মিথ করেন ৮৫ রান। দিনের শেষে অস্ট্রেলিয়া তিন উইকেট হারিয়ে ৩৮৬ রান তুলেছে। দ্বিশতরান করার পরেই পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার। চোট পেয়েছেন ক্যামেরন গ্রিনও। তিনিও মাঠ ছেড়েছেন। ক্রিজে রয়েছেন ট্রেভিস হেড এবং অ্যালেক্স ক্যারি। হেড ৪৮ রানে অপরাজিত এবং ক্যারি অপরাজিত ৯ রানে।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৮৯ রান তুলেছিল। অস্ট্রেলিয়া এখনই এগিয়ে গিয়েছে ১৯৭ রানে। প্রথম টেস্ট জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে এগিয়ে রয়েছে তারা। দুই দলের শেষ টেস্ট সিডনিতে। সেই ম্যাচ শুরু হবে পরের বছর। ৪ জানুয়ারি থেকে শুরু হবে তৃতীয় টেস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement