ভাল বল করলেন অ্যান্ডারসন ছবি: পিটিআই।
দ্বিতীয় দিনের প্রথম দুই সেশনে ম্যাচে ফিরেছিল ইংল্যান্ড। একের পর এক উইকেট হারিয়ে তখন চাপে অস্ট্রেলিয়া। কিন্তু শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করলেন অজি এধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। তার ফলে প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ৮২ রান এগিয়ে অস্ট্রেলিয়া।
মার্কাস হ্যারিস ছাড়া অস্ট্রেলিয়ার টপ অর্ডারে কেউ রান পাননি। হ্যারিস ৭৬ রান করেন। দুই নির্ভরযোগ্য ব্যাটার মার্নাস লাবুশেন ১ ও স্টিভ স্মিথ ১৬ রান করে আউট হন। ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি সবাই রান পেলেও কেউ বড় রান করতে পারেননি। একটা সময় মনে হচ্ছিল খুব বেশি লিড হবে না।
শেষ দিকে ভাল খেললেন কামিন্স ও স্টার্ক। দু’জনেই দ্রুত রান করতে থাকেন। ফলে লিড ক্রমশ বাড়তে থাকে। কামিন্স ৩২ বলে ২১ ও স্টার্ক ৩৭ বলে ২৪ রান করেন। শেষ পর্যন্ত ২৬৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন চার উইকেট নেন। রবিনসন ও মার্ক উড দু’টি করে উইকেট পান।
তৃতীয় টেস্টের এখনও তিন দিন বাকি। ম্যাচে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এখন দেখার দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটাররা কেমন খেলেন। কারণ দ্বিতীয় ইনিংসেও জো রুটদের ব্যাটিং ব্যর্থ হলে মেলবোর্নেই অ্যাশেজ সিরিজ জিতে যাবে অজিরা।