অস্ট্রেলিয়ার বোলাররা দাপট দেখালেন। ছবি: টুইটার
ক্যাচ ফস্কানোর খেসারত দিতে হল ওয়েস্ট ইন্ডিজকে। টান টান ম্যাচে শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে মাঠ ছাড়তে হল নিকোলাস পুরান, জেসন হোল্ডারদের। অন্য দিকে চাপের মধ্যে ভাল খেললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁকে সঙ্গ দিলেন ম্যাথু ওয়েড। প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ় শুরু করল অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ় দু’দলের কাছেই ছিল প্রস্তুতির মঞ্চ। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার কাইল মায়ের্স ভাল খেললেও অন্য ব্যাটাররা রান পাননি। ব্রেন্ডন কিং, রেফাররা শুরুটা ভাল করলেও তাকে কাজে লাগাতে পারেননি। মায়ের্স ৩৯ রান করে আউট হয়ে যাওয়ায় মনে হচ্ছিল, ১০০ রান করতেও সমস্যা হবে ওয়েস্ট ইন্ডিজের।
শেষ দিকে দলের হাল ধরেন ওডিন স্মিথ। বেশ কয়েকটি বড় শট খেলেন তিনি। মূলত তাঁর ব্যাটেই ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ছন্দে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ। হ্যাজলউড, স্টার্ক, কামিন্স ও গ্রিন মিলে ৮ উইকেট নেন।
তবে রান তাড়া করতে নেমে সমস্যায় পড়ে অস্ট্রেলিয়াও। ওয়ার্নার ও গ্রিনের নতুন ওপেনিং জুটি রান পায়নি। ফিঞ্চ ছাড়া টপ অর্ডারের কেউ রান পাননি। মাত্র ৫৮ রানে দলের পাঁচ ব্যাটার সাজঘরে ফেরেন। দেখে মনে হচ্ছিল, হারের মুখ দেখতে চলেছে অস্ট্রেলিয়া।
ঠিক তখনই দলের ত্রাতার ভূমিকায় এলেন ম্যাথু ওয়েড। অধিনায়ক ফিঞ্চের সঙ্গে জুটি বাঁধেন তিনি। দু’জনের মিলে দলের রানকে এগিয়ে নিয়ে যান। অর্ধশতরান করেন ফিঞ্চ। বিশ্বকাপের আগে তাঁর ফর্ম কিছুটা হলেও স্বস্তি দেবে অস্ট্রেলিয়া ম্যানেজমেন্টকে। ৫৮ রান করে আউট হন ফিঞ্চ।
অধিনায়ক আউট হলেও উইকেটে ছিলেন ওয়েড। অস্ট্রেলিয়াকে জিততে খানিকটা সাহায্য করল ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং। শেষ ওভারে দু’টি ক্যাচ পড়ল। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে ম্যাচ জিতে গেল অস্ট্রেলিয়া। ৩৯ রান করে অপরাজিত থাকলেন ওয়েড।