Pakistan vs Australia

নিলামে তাঁকে নিয়ে লড়াই হবে, বোঝালেন ম্যাক্সওয়েল, সাত ওভারে ৯ উইকেট হারিয়ে হার পাকিস্তানের

টি-টোয়েন্টি সিরিজ়ের শুরুটা ভাল হল না পাকিস্তানের। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২৯ রানে হারল তারা। ব্যাটিং ব্যর্থতার খেসারত দিল দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৮:৫৭
Share:

পাকিস্তানের বিরুদ্ধে মারমুখী মেজাজে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। বৃহস্পতিবার ব্রিসবেনে। ছবি: পিটিআই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় জিতে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নেমেছিল পাকিস্তান। কিন্তু শুরুটা ভাল হল না তাদের। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২৯ রানে হারল তারা। ব্যাটিং ব্যর্থতার খেসারত দিল দল।

Advertisement

বৃষ্টির জেরে বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকায় ওভার কমে। জানিয়ে দেওয়া হয়, দু’দল সাত ওভার করে খেলবে। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। পাকিস্তানের পেসারেরা ব্রিসবেনের উইকেটের গতি ও বাউন্স ব্যবহার করে বল করছিলেন। ম্যাথু শর্ট ও জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক রান পাননি।

দলের ইনিংস টানেন গ্লেন ম্যাক্সওয়েল। যে ভাবে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রাউফদের বিরুদ্ধে তিনি রিভার্স সুইপে ছক্কা মারলেন তাতে আইপিএলের নিলামের আগে আবার হয়তো তাঁর দিকে নজর রাখবে দলগুলি। ১৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষটা ভাল করেন মার্কাস স্টোইনিস। শেষ দু’বলে ছক্কা ও চার মারেন তিনি। সাত ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান করে অস্ট্রেলিয়া। সাত বলে ২১ রান করে অপরাজিত থাকেন স্টোইনিস।

Advertisement

সাত ওভারে ৯৪ রান করা কঠিন হলেও এখন টি-টোয়েন্টিতে তা অসম্ভব নয়। তাকে অসম্ভব করে তুললেন পাকিস্তানের ব্যাটারেরা। তাড়াহুড়ো করে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হলেন তাঁরা। দলের প্রথম ছয় ব্যাটারেরা কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি। অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান শূন্য রানে আউট হন। বাবর আজ়ম ফেরেন ৩ রান করে। ৩.২ ওভারে ২৪ রানে ৬ উইকেট পড়ে যায় দলের। সেখান থেকে ম্যাচ জেতা অসম্ভব ছিল।

পাকিস্তানের নীচের সারির ব্যাটারেরা চেষ্টা করেন। হাসিবুল্লা খান ১২, আব্বাস আফ্রিদি ২০ ও শাহিন ১১ রান করেন। সাত ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। অস্ট্রেলিয়ার বোলারদের হয়ে নজর কাড়েন জ়েভিয়ার বার্টলেট ও নেথান এলিস। দু’জনেই তিনটি করে উইকেট নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement