India VS Pakistan

Asia Cup: এশিয়া কাপে কি মুখোমুখি ভারত-পাকিস্তান? ঘোষণা হল প্রতিযোগিতার দিনক্ষণ

দু’বছর বন্ধ থাকার পর আবার ফিরতে চলেছে এশিয়া কাপ। এ বারের প্রতিযোগিতা হবে শ্রীলঙ্কায়। ২৭ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে খেলা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৫:২১
Share:

ফের ভারত বনাম পাকিস্তান? ফাইল ছবি

দু’বছর বন্ধ থাকার পর আবার ফিরতে চলেছে এশিয়া কাপ। এ বারের প্রতিযোগিতা হবে শ্রীলঙ্কায়। ২৭ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে খেলা। তবে যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে ২০ অগস্ট থেকে। এ বারের প্রতিযোগিতা খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সূচি এখনও ঠিক না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের।

Advertisement

দু’বছর অন্তর হয় এই এশিয়া কাপ। ২০২০-র সেপ্টেম্বরে এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির কারণে তা বাতিল হয়ে যায়। এর পর ২০২১-এর জুনে শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। সেটিও বাতিল হয়। ২০২২-এর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানের। গত বছর এক বৈঠকের পর এশীয় ক্রিকেট কাউন্সিল জানায়, ২০২২-এর প্রতিযোগিতা হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান আয়োজন করবে পরের বছর।

১৯৮৪ সাল থেকে শুরু হওয়ার পর ১৪ বার এই প্রতিযোগিতা খেলা হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে সাত বার। শেষ দু’বারই জিতেছে তারা। শ্রীলঙ্কা দ্বিতীয় সফল দল। তারা এই প্রতিযোগিতা পাঁচ বার জিতেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement