Asia Cup 2023

পাকিস্তানের বিরুদ্ধে তিন জোরে বোলার, দুই স্পিনারে খেলছে ভারত, রোহিতদের প্রথম একাদশে কারা?

ভারতের দল গঠনে চমক। এশিয়া কাপের প্রথম ম্যাচেই বিশ্রামে রাখা হল শামিকে। পাকিস্তানের বিরুদ্ধেও দুই স্পিনারকে নিয়ে খেলছেন রোহিতেরা। ব্যাটিং অর্ডারে অবশ্য কোনও চমক নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪২
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে জায়গা হল না মহম্মদ শামির। প্রথম একাদশে তিন জন জোরে বোলার থাকলেও বাংলার ক্রিকেটারকে ছাড়াই খেলছেন রোহিত শর্মারা। তবে কলকাতা নাইট রাইডার্সের এক ক্রিকেটার খেলছেন পাকিস্তানের বিরুদ্ধে।

Advertisement

ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে অবশ্য কোনও চমক নেই। প্রত্যাশা মতোই প্রথম একাদশে জায়গা পেয়েছেন চোট সারিয়ে দলে ফেরা শ্রেয়স আয়ার। রোহিতের সঙ্গে ওপেন করবেন সম্ভবত শুভমন গিল। তিন নম্বরে আসবেন বিরাট কোহলি। চার নম্বরে নামবেন শ্রেয়স। পাঁচ নম্বরে আসবেন সম্ভবত ঈশান কিশন। তাঁর পর দুই অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য এবং রবীন্দ্র জাডেজা। আট নম্বরে আসবেন শার্দূল ঠাকুর। শেষ তিনটি জায়গায় থাকবেন যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ।

গ্রাফিক: সৌভিক দেবনাথ।

তিন জোরে বোলার নিয়ে খেললেও দলে রাখা হয়নি শামিকে। তাঁকে না রাখার ব্যাপারে নির্দিষ্ট কোনও কারণ টসের সময় জানাননি ভারতীয় দলের অধিনায়ক। ব্যাট করার হাত ভাল হওয়ায় শামির আগে শার্দূলকে বেছে নেওয়া হতে পারে। স্পিন বোলিং নিয়ে অবশ্য পরীক্ষার পথে হাঁটেনি ভারতীয় শিবির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement