রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগেই ধাক্কা খেয়েছে ভারত। এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। রবিবার তাই দলে পরিবর্তন করতেই হবে রোহিত শর্মাকে। কে আসতে পারেন? কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? খোঁজার চেষ্টা করল আনন্দবাজার অনলাইন।
রোহিত শর্মা: ওপেনিংয়ে ভারতের অধিনায়ককে নিয়ে কোনও প্রশ্ন নেই। প্রথম দু’টি ম্যাচে ভাল খেলতে না পারলেও তাঁর ব্যাট থেকে যে কোনও সময় বড় রান আসতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি এমনিতেই ভাল খেলেন।
কেএল রাহুল: পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে শূন্য রানে আউট হলেও হংকংয়ের বিরুদ্ধে ৩৬ রান করেছেন। ফের বাবর আজমদের মুখোমুখি হওয়ার আগে স্ট্রাইক রেটই প্রধান সমস্যা তাঁর। তবে দলে থাকবেন।
বিরাট কোহলী: প্রথম ম্যাচে ৩৫ করার পর দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করেন। পাকিস্তানের বিরুদ্ধে কোহলীর ব্যাট থেকে কি আরও বেশি রান পাওয়া যাবে? প্রত্যাশায় থাকবেন সমর্থকরা।
ঋষভ পন্থ: গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে সুযোগ পাননি। তবে সুপার ফোরের ম্যাচে সুযোগ পেতে পারেন। বাঁ হাতি ব্যাটার উপরে আনার লক্ষ্যে তাঁকে চার নম্বরে খেলানো হতে পারে।
সূর্যকুমার যাদব: হংকংয়ের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী ইনিংস নজর কেড়েছে। ভারতীয় দলে চার নম্বর জায়গাটা তাঁরই। কিন্তু দলের স্বার্থে তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচে খেলতে হতে পারে। তবে সেখানেও তিনি ছন্দে থাকবেন বলেই আশা।
হার্দিক পাণ্ড্য: ব্যাটে-বলে আগের ম্যাচে পাকিস্তানকে একার হাতেই হারিয়ে দিয়েছিলেন হার্দিক। হংকং ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হলেও রবিবার তিনি দলে ফিরছেন।
দীনেশ কার্তিক: পন্থ উইকেটকিপার হিসাবে থাকবেন। তবু দলে থাকার সম্ভাবনা দীনেশ কার্তিকের। রান তাড়া করতে হলে শেষ দিকে নেমে কার্তিক ফিনিশার হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না।
রবিচন্দ্রন অশ্বিন: প্রতিযোগিতায় এখনও পর্যন্ত নামেননি। কিন্তু পাকিস্তান দলে বাঁ হাতি ব্যাটারদের কথা ভেবে তাঁকে খেলানো হতে পারে। রোহিত শর্মারা ফাটকা হিসাবে খেলাতেই পারেন অশ্বিনকে।
ভুবনেশ্বর কুমার: ভারত প্রথমে বল করলে ভুবনেশ্বরের সুইং আবার বিপদে ফেলতে পারে পাকিস্তানকে। দ্বিতীয় ইনিংসে বলে বৈচিত্র এনে ভুবনেশ্বর ভারতের অস্ত্র হয়ে উঠতে পারেন।
অর্শদীপ সিংহ: বাঁ হাতি জোরে বোলার হিসাবে দলে ক্রমশ নিজের জায়গা প্রতিষ্ঠা করার দিকে এগোচ্ছেন অর্শদীপ। হংকংয়ের বিরুদ্ধে বল হাতে ব্যর্থ হয়েছেন। পাকিস্তান ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য পঞ্জাবের এই জোরে বোলারের।
যুজবেন্দ্র চহাল: দুবাইয়ের পিচে এমনিতেই তাঁর বোলিং কার্যকরী ভূমিকা নিচ্ছে। পাকিস্তান ম্যাচে মাঝের ওভারগুলিতে চহাল ঝটকা দিলে ম্যাচে প্রাধান্য থাকবে ভারতেরই।