সচিন তেন্ডুলকর। ফাইল চিত্র
এশিয়া কাপে টান টান ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জার হারের বদলা নিয়েছেন রোহিত শর্মারা। প্রথমে বল করে পাকিস্তানকে ১৫০ রানের মধ্যে আটকে রেখেছেন ভারতীয় বোলাররা। পরে বিরাট কোহলী, রবীন্দ্র জাডেজা, হার্দিক পাণ্ড্যর ব্যাটে এসেছে জয়। বাবর আজমদের হারানোর পিছনে তিনটি প্রধান কারণ খুঁজে পেয়েছেন সচিন তেন্ডুলকর।
ভারতের জয়ের পরে নেটমাধ্যমে সচিন লিখেছেন, ‘চাপের মধ্যে ভাল বল করার জন্য জোরে বোলারদের ফিটনেস খুব দরকার। আমাদের বোলাররা সেটা করতে পেরেছে।’ তিনি আরও লেখেন, ‘হার্দিক খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। আমাদের জয়ের সীমানা পার করিয়েছে। ওকে খুব ভাল সাহায্য করেছে জাডেজা ও কোহলী।’
দুবাইয়ে প্রথমে বল করে পাকিস্তানকে ১৪৭ রানে আটকে রাখে ভারত। ভুবনেশ্বর কুমার চার ও হার্দিক পাণ্ড্য তিন উইকেট নেন। এই প্রথম বার টি-টোয়েন্টিতে বিপক্ষের ১০টি উইকেটই তুলে নিয়েছেন ভারতীয় পেসাররা। পরে ব্যাট করতে নেমে কোহলী ৩৫ রান করেন। কিন্তু ভারতকে জয়ের গণ্ডির কাছে নিয়ে যায় হার্দিক-জাডেজা জুটি। জাডেজা ৩৫ রান করে শেষ ওভারে আউট হন। তাতে সমস্যা হয়নি। ছক্কা মেরে দু’বল বাকি থাকতে ভারতকে জিতিয়ে দেন হার্দিক। ৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি।