Pakistan Cricket

এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে খেলার সময় চোট, পাকিস্তানের পেসার এখনও খোঁড়াচ্ছেন

প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন। সেই চোট এখনও সারেনি বলেই মনে করা হচ্ছে। অনুশীলনে এখনও খোঁড়াতে দেখা যাচ্ছে পাকিস্তানের পেসারকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৮
Share:

ভারতের বিরুদ্ধে খেলার সময় চোট পান নাসিম। —ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে গত রবিবার খেলার সময় চোট পেয়েছিলেন পাকিস্তানের নাসিম শাহ। তিনি চোট পাওয়ার আগে ভারতকে বেশ চাপে রেখেছিলেন। কিন্তু বাঁ পায়ে টান লাগে তাঁর। দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমিতে বাঁ পায়ে টেপ লাগিয়ে অনুশীলন করতে দেখা গেল নাসিমকে।

Advertisement

টেপ লাগানো পা নিয়ে অনুশীলন করার সময় একটু খোঁড়াতেও দেখা গেল পাক পেসারকে। কোচেরা ব্যস্ত তাঁর ফলো-থ্রু নিয়ে। বল করার সময় তাঁর পা যে ভাবে মাটিতে পড়ছে, তা নিয়ে কাজ করছেন কোচেরা। ভারতের বিরুদ্ধে নিজের তৃতীয় ওভারে বল (ইনিংসের ১৫ ওভার) করার সময় চোট লেগেছিল নাসিমের। সূর্যকুমার যাদবকে আউট করার বলটিতেই চোট লাগে তাঁর। উইকেট নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করতে পারেননি তিনি। চতুর্থ ওভার বল করার সময় প্রায় প্রতিটা বলের পরই খোঁড়াতে দেখা যায় নাসিমকে। সেই ওভারে রবীন্দ্র জাডেজাকে এলবিডব্লিউ করলেও রিভিউ নিয়ে বেঁচে যান ভারতীয় অলরাউন্ডার।

চোট নিয়েও ওভার শেষ করেন নাসিম। এর পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে।

Advertisement

ভারতের বিরুদ্ধে ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছিলেন, “নাসিমের পায়ে টান লেগেছে। এ রকম চাপের ম্যাচে হতেই পারে। খুব আক্রমণাত্মক বোলিং করছিল ও। চাপের মুখে টান লাগতেই পারে।”

শুক্রবার হংকংয়ের বিরুদ্ধে পাকিস্তানের মরণবাঁচন ম্যাচ। সুপার ফোরে ওঠার জন্য এই ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে। সেই ম্যাচে নাসিম খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement