সুপার ফোরের ম্যাচে ভারতকে হারাতে মরিয়া বাবররা। ছবি: টুইটার।
প্রথম ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছে। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রবিবার আবার মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। বাবর আজমরা কি পারবেন গত রবিবারের হারের বদলা নিতে? রোহিত শর্মার দলকে হারাতে কী পরিকল্পনা করেছেন তাঁরা। শনিবার জানালেন মহম্মদ রিজওয়ান।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, বাড়তি উৎসাহ। সম্মানের লড়াইও বটে। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া বাবররা। দু’দেশের সমর্থকরাই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার থেকেই এই ম্যাচে জয়কেই বেশি গুরুত্ব দেন। দু’দলেই চোট আঘাতের সমস্যা রয়েছে। খেলাধুলোয় এ রকম সমস্যা থাকেই। তাই কে আছ, কেন নেই— এই হিসাবে যেতে নারাজ পাক শিবির।
এশিয়া কাপে ছন্দে রয়েছেন রিজওয়ান। ভারত এবং হল্যান্ড, দু’দলের বিরুদ্ধেই রান পেয়েছেন। উইকেট রক্ষক-ব্যাটার বলেছেন, ‘‘ভারতের বিরুদ্ধে ম্যাচে সব সময়ই চাপ থাকে। গোটা বিশ্ব এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। আমাদের মতোই চাপ থাকবে ভারতের উপরও। মাঠে যারা সাহসী থাকতে পারবে, শান্ত ভাবে পরিস্থিতি সামলাতে পারবে, তাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে।’’
সতীর্থদের বিশেষ পরামর্শ দিয়েছেন রিজওয়ান। বলেছেন, ‘‘দলের সবাইকে বলেছি সামনে ভারত থাকুক বা হংকং, খেলা হবে ব্যাট এবং বলের। সাধারণ থাকতে হবে আমাদের। বাড়তি কিছু চেষ্টা করার দরকার নেই। এটা অবশ্যই বড় ম্যাচ। আমরা আত্মবিশ্বাসী। আমরা কঠোর পরিশ্রম করতে পারি। সেটাই করতে হবে। কারণ, ফলাফল আমাদের হাতে নেই।’’
হংকংকে হারানোর পর পাকিস্তানের প্রাথমিক লক্ষ্য এশিয়া কাপের ফাইনালে ওঠা। রিজওয়ান বলেছেন, ‘‘আমরা ভাল ক্রিকেট খেলে ফাইনালে উঠতে চাই। আমাদের সেরা পারফরম্যান্স দেখতে চান সমর্থকরা। মাঠে এ বার সেটা করে দেখাতে ছেলেরা সকলে তৈরি। রবিবারের ম্যাচে জয় ছিনিয়ে নিতে আমাদের চেষ্টার কোনও খামতি থাকবে না।’’