পাকিস্তান ম্যাচ নিয়ে চিন্তায় নেই রোহিত শর্মা। ফাইল ছবি
ন’মাস পর রবিবার আবার ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান। দিন এগোনোর সঙ্গে সঙ্গেই দু’দেশে উত্তেজনা বাড়ছে। কে জিততে পারে, কে কাকে টেক্কা দিতে পারেন তাই নিয়ে তর্কবিতর্ক শুরু হয়েছে। এ সবের মধ্যে অদ্ভুত ভাবে শান্ত রয়েছেন রোহিত শর্মা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়েও ভাবলেশহীন তিনি। পাকিস্তান ম্যাচ তাঁর কাছে বাকি যে কোনও ম্যাচের মতোই।
ভারতের অধিনায়ক মেনে নিয়েছেন যে অত্যন্ত চাপের ম্যাচ হতে চলেছে। তা সত্ত্বেও সাজঘরের পরিবেশ যাতে স্বাভাবিক থাকে, সেই চেষ্টা করবেন তিনি। রোহিত বলেছেন, “প্রত্যেকে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। খুব চাপের ম্যাচ তা নিয়ে সন্দেহ নেই। তবে দলের মধ্যে হালকা পরিবেশ রাখতে চাই।”
রোহিতের সংযোজন, “এই ম্যাচ নিয়ে খুব ভেবে নিজেদের চাপে ফেলতে চাই না। যারা কোনও দিন পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি বা মাত্র একটি-দু’টি ম্যাচে খেলেছে, তাদের ভাল করে এই ম্যাচের গুরুত্ব বোঝাতে চাই। আমরা পাকিস্তানকে অন্য যে কোনও সাধারণ বিপক্ষের মতোই দেখছি।”
২০১৮ সালে শেষ বার এশিয়া কাপে ভারতের নেতা ছিলেন রোহিতই। তৎকালীন অধিনায়ক বিরাট কোহলী বিশ্রাম নিয়েছিলেন। এ বার রোহিত পূর্ণ সময়ের অধিনায়ক। কোহলীও রয়েছেন দলে।