Pink Test

Ashes 2021-22: করোনায় আক্রান্ত ম্যাকগ্রা, সিডনিতে অনিশ্চিত গোলাপি টেস্টের কারিগর

বছরের শুরুতে সিডনি টেস্ট সাম্প্রতিক কালে গোলাপি টেস্ট নামেই বেশি পরিচিত। এর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে ম্যাকগ্রা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১২:৩৪
Share:

গোলাপি পোশাকে ম্যাকগ্রা। ফাইল ছবি

গোলাপি টেস্ট শুরু হওয়ার তিন দিন আগেই কোভিডে আক্রান্ত হলেন গ্লেন ম্যাকগ্রা। ফলে সিডনিতে শুরু হতে চলা চতুর্থ টেস্টে তিনি হাজির থাকতে পারবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।

Advertisement

বছরের শুরুতে সিডনি টেস্ট সাম্প্রতিক কালে গোলাপি টেস্ট নামেই বেশি পরিচিত। এর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে ম্যাকগ্রা। কারণ, ক্যানসারে প্রয়াত হয়েছিলেন তাঁর স্ত্রী জেন। তাঁর স্মৃতির উদ্দেশেই এই টেস্টকে গোলাপি টেস্ট নামে ডাকা হয়। সিডনি টেস্টের তৃতীয় দিনটি ‘জেন ম্যাকগ্রা দিবস’ নামে পরিচিত।

ওই দিন ক্রিকেটাররা গোলাপি পোশাক পরে নামেন। শুধু তাই নয়, ধারাভাষ্যকার থেকে মাঠকর্মী এবং দর্শকরাও গোলাপি পোশাক পরে ম্যাকগ্রার এই উদ্যোগকে সমর্থন জানান। স্তন ক্যানসারে যাঁরা আক্রান্ত, তাঁদের চিকিৎসার অর্থ তুলতেই এই টেস্টটি বিশেষ ভাবে পরিচিত।

Advertisement

অতীতে ভারত-সহ একাধিক দল এই গোলাপি টেস্টের অংশ হিসেবে ছিল। এ বার রয়েছে ইংল্যান্ড। সিডনি টেস্ট শুরু হচ্ছে ৫ জানুয়ারি। তৃতীয় দিন, অর্থাৎ ৭ জানুয়ারির আগে ম্যাকগ্রাকে করোনা নেগেটিভ হতে হবে। একমাত্র তা হলেই তিনি ওই বিশেষ দিনে হাজির হতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement