আউট হয়ে ফিরছেন স্টোকস। ছবি রয়টার্স
অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে মুড়িয়ে গিয়েছে ইংল্যান্ড। অধিনায়ক হয়েই পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডকে জোর ধাক্কা দিয়েছেন প্যাট কামিন্স। দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক এবং জশ হেজলউড। অজি বোলারদের দাপটে লজ্জার রেকর্ড তৈরি করেছে ইংল্যান্ড।
দীর্ঘ ২৪ বছর পর অ্যাশেজ টেস্টের প্রথম ইনিংসে এত কম রানে আউট হল কোনও দল। শেষ বার ১৯৯৭ সালে এজবাস্টনে ১১৮ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে প্রথম ইনিংসে এত কম রান ওঠেনি।
অ্যাশেজের ইতিহাসে প্রথম ইনিংসে সর্বনিম্ন স্কোর ইংল্যান্ডেরই। ১৮৮৭ সালে সিডনিতে ৪৫ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা। তবে যে কোনও ইনিংস মিলিয়ে সর্বনিম্ন রানের ক্ষেত্রে প্রথম দুটি স্থানেই অস্ট্রেলিয়া। ১৯০২ সালে বার্মিংহ্যামে ৩৬ রানে অলআউট হয় তারা। তার আগে ১৮৮৮ সালে সিডনিতে ৪২ রানে অলআউট হয়েছিল।
জো রুট টসে জিতে ব্যাটিং নেওয়ার পর থেকেই বিপদে পড়ে ইংল্যান্ড। প্রথম বলেই দুরন্ত সুইংয়ে রোরি বার্নসের লেগ স্টাম্প নড়িয়ে দেন স্টার্ক। এরপর থেকে ইংরেজ ব্যাটাররা শুধু সাজঘর থেকে ক্রিজে এসেছেন এবং ফেরত গিয়েছেন। কেউই দীর্ঘক্ষণ টিকতে পারেননি। অলি পোপ সর্বোচ্চ ৩৯ রান করেন।