australia cricket

Australia vs England 2021-22: দ্বিতীয় দিনের শেষে ৪৫৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া, গোলাপি বলের টেস্টে চাপে ইংল্যান্ড

ক্রিজে রয়েছেন দাউইদ মালান এবং জো রুট। অস্ট্রেলিয়ার রান টপকে লিড নিতে এই দুই ব্যাটারের দিকে তাকিয়ে থাকবে ইংল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১৭:৪৬
Share:

উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ার উচ্ছ্বাস। ছবি: এএফপি

বৃহস্পতিবার দিনের খেলা যখন শেষ হয়, তখন শতরান করতে পাঁচ রান বাকি ছিল মার্নাস লাবুশানের। শুক্রবার শতরান করলেও সেটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি। ১০৩ রান করে অলি রবিনসনের বলে এলবিডব্লিউ হন লাবুশানে। তাঁকে সঙ্গ দেন স্টিভ স্মিথ। শেষের দিকে ঝোড়ো ইনিংস খেলে অস্ট্রেলিয়ার স্কোর ৪৭৩ রানে পৌঁছে দেন মাইকেল নেসেররা। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ১৭/২।

শুক্রবার স্টিভ স্মিথ করেন ৯৩ রান। টেস্টে ২৮তম শতরান হারালেন অল্পের জন্য। লাবুশানে ফিরে গেলেও অ্যালেক্স ক্যারিকে (৫১ রান) নিয়ে অস্ট্রেলিয়াকে বড় রানে পৌঁছে দেন স্মিথ। তাঁরা দু’জন ফিরলে অস্ট্রেলিয়ার হয়ে ঝড় তোলেন মিচেল স্টার্ক এবং নেসের। ৩৯ বলে ৩৯ রান করেন স্টার্ক। ২৪ বলে ৩৫ রান করেন নেসের। ৩ বলে ৯ রান করেন ঝাই রিচার্ডসন।

Advertisement

দিনের শেষে ব্যাট করতে নেমে দুই ওপেনারকেই হারিয়েছে ইংল্যান্ড। হাসিব হামিদ ফিরে যান ৬ রানে। ররি বার্নস করেন ৪ রান। ক্রিজে রয়েছেন দাউইদ মালান এবং জো রুট। অস্ট্রেলিয়ার রান টপকে লিড নিতে এই দুই ব্যাটারের দিকে তাকিয়ে থাকবে ইংল্যান্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement