আরশদীপ সিংহ। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি সিরিজ়ের পর টিম বাসে অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে ধমক খেয়েছিলেন আরশদীপ সিংহ। সেই তিনিই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়েছেন। প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর বৃহস্পতিবার তৃতীয় ম্যাচেও ৩০ রানে ৪ উইকেট নিয়েছে পঞ্জাবের জোরে বোলার। তাঁর দাবি, নির্দিষ্ট পরিকল্পনাতেই সাফল্য পেয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন, বৃহস্পতিবারের ম্যাচে অতিরিক্ত আবেদন করার কারণও।
সিরিজ় শেষ হওয়ার পর পরিকল্পনা ফাঁস করেছেন আরশদীপ। তরুণ জোরে বোলার বলেছেন, ‘‘তেমন কিছু নয়। সাধারণ পরিকল্পনা ছিল। প্রতিটি বল উইকেট করার চেষ্টা করেছি। তাতে ব্যাটারদের এলবিডব্লুউ বা বোল্ড আউট হওয়ার সম্ভাবনা বাড়ে।’’ তাঁকে বেশ কয়েক বার আউটের আবেদন করতে দেখা গিয়েছে বৃহস্পতিবারের ম্যাচে। এ নিয়ে আরশদীপ মজা করে বলেছেন, ‘‘অনেক সময় উইকেট থেকে তেমন কোনও সাহায্য পাওয়া যায় না। তখন একটু আম্পায়ারদের সাহায্য দরকার হয়। সে জন্যই প্রচুর আউটের আবেদন করছিলাম।’’
এক দিনের সিরিজ়ে ১০ উইকেট নেওয়া আরশদীপ গত বছর আইপিএলে নজর কেড়েছিলেন। আবার সামনে আইপিএল। এখন থেকেই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ়ি লিগের ভাবনা ঢুকে গিয়েছে তরুণ ক্রিকেটারের মাথায়। আরশদীপ বলেছেন, ‘‘আমাদের মতো তরুণদের জন্য আইপিএল খুব ভাল একটা মঞ্চ। আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলের মানের খুব একটা পার্থক্য নেই। তাই আইপিএল খেললে তরুণ খেলোয়াড়েরা আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে একটা ধারণা পায়। বড় আসরে খেলার মানসিকতা তৈরি হয়। এটা আমাদের মতো তরুণদের খুব কাজে লাগে। আইপিএল খেলার সুযোগ পেয়ে আমি খুশি। আগামী দিনেও নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য করতে চাই।’’ উল্লেখ্য, আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেন ২৪ বছরের ক্রিকেটার।