চলতি বছরের শুরুতে ভারত সফরে আসে শ্রীলঙ্কা। তিনটি টি২০ ও দু’টি টেস্ট ম্যাচ খেলে তারা। কিন্তু পাঁচটি ম্যাচেই তারা হারে। তার পরে অস্ট্রেলিয়ার কাছেও টি২০ সিরিজ হারে শ্রীলঙ্কা। কিন্তু এ বারের আইপিএলে ভানুকা রাজাপক্ষ, ওয়ানিন্দু হাসরঙ্গ, দুষ্মন্ত চামিরা, মাহেশ থিকশানার মতো শ্রীলঙ্কার ক্রিকেটাররা বিভিন্ন দলের হয়ে খেলছেন।
দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক রণতুঙ্গা ফাইল চিত্র
ভাল মানের ক্রিকেটার উঠে আসছে না শ্রীলঙ্কায়। তার প্রভাব পড়েছে দলের সাফল্যে। গত কয়েক বছর ধরে সব ফরম্যাটেই ব্যর্থ হয়েছেন ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ীরা। এই ব্যর্থতার জন্য দেশের ক্রিকেট বোর্ডকে দায়ী করলেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। বলেন, দুর্নীতিতে ভরে গিয়েছে বোর্ড। ক্রিকেটার তুলে আনার দিকে কেউ নজর দিচ্ছে না।
নিজের অভিযোগ জানাতে গিয়ে রণতুঙ্গা বলেন, ‘‘আমাদের ক্রিকেটে যে সমস্যা তৈরি হয়েছে তার প্রধান কারণ হল অব্যবস্থা ও অপেশাদারিত্ব। দেশের সব থেকে বেশি দুর্নীতিপরায়ণ সংস্থা এই ক্রিকেট বোর্ড। ক্রিকেট চালানোর মতো দক্ষ প্রশাসক নেই। সরকারের থেকেও ক্রিকেট বোর্ডের পরিস্থিতি খারাপ।’’
দেশে ক্রিকেট প্রতিভার খামতি নেই। কিন্তু ঠিক মতো দেখভাল না হওয়ায় সর্বোচ্চ পর্যায়ে তাঁরা ভাল খেলতে পারছে না বলেই মনে করেন রণতুঙ্গা। তিনি বলেন, ‘‘দেশে ক্রিকেটারের অভাব নেই। অনেক তরুণ ক্রিকেটার উঠে আসছে। কিন্তু তাদের দিকে ঠিক মতো নজর দেওয়া হচ্ছে না। দেখভাল করা হচ্ছে না। এটা খুব বড় সমস্যা। সদস্যদের ঘুষ দিয়ে ভোট দেওয়ানো হচ্ছে। আগেও এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। এখনও তাই হচ্ছে।’’
চলতি বছরের শুরুতে ভারত সফরে আসে শ্রীলঙ্কা। তিনটি টি২০ ও দু’টি টেস্ট ম্যাচ খেলে তারা। কিন্তু পাঁচটি ম্যাচেই তারা হারে। তার পরে অস্ট্রেলিয়ার কাছেও টি২০ সিরিজ হারে শ্রীলঙ্কা। কিন্তু এ বারের আইপিএলে ভানুকা রাজাপক্ষ, ওয়ানিন্দু হাসরঙ্গ, দুষ্মন্ত চামিরা, মাহেশ থিকশানার মতো শ্রীলঙ্কার ক্রিকেটাররা বিভিন্ন দলের হয়ে খেলছেন।