Anustup Majumdar

মোহনবাগানের হয়ে প্রথম ডিভিশন ক্রিকেটে শতরান, ক্লাবের হয়েও ছন্দে অনুষ্টুপ

বড়িশা ক্লাবের বিরুদ্ধে প্রথম দিনে ২৯৮ রান তুলেছে মোহনবাগান। বাংলার হয়ে রঞ্জিতে ধারাবাহিক ভাবে রান করছিলেন অনুষ্টুপ। সেই ছন্দ ক্লাব ক্রিকেটেও ধরে রেখেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ২৩:১৩
Share:

মোহনবাগানের হয়ে শতরান করলেন অনুষ্টুপ মজুমদার। —ফাইল চিত্র

শতরান করলেন অনুষ্টুপ মজুমদার। মোহনবাগানের হয়ে তাঁর ১০৬ রানের ইনিংস দলকে ভাল জায়গায় পৌঁছে দিল। বড়িশা ক্লাবের বিরুদ্ধে প্রথম দিনে ২৯৮ রান তুলেছে মোহনবাগান। বাংলার হয়ে রঞ্জিতে ধারাবাহিক ভাবে রান করছিলেন অনুষ্টুপ। সেই ছন্দ ক্লাব ক্রিকেটেও ধরে রেখেছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম থেকেই রান পাচ্ছিলেন সবুজ-মেরুন ক্রিকেটাররা। ওপেন করতে নেমে আয়ুশ কুমার করেন ৪১ রান। প্রীণান দত্ত করেন ৫১ রান। বাংলার হয়ে রঞ্জিতে ওপেন করতে নামা কাজী জুনেইদ সইফি এই ম্যাচে তিন নম্বরে নেমে ২১ রান করেন। ১৩৪ রানে ৩ উইকেট হারিয়েছিল মোহনবাগান। সেখান থেকে দলকে ভরসা দেন অনুষ্টুপ। তাঁর সঙ্গী হন অভিষেক পোড়েল। বাংলার তরুণ উইকেটরক্ষক করেন ৪৭ রান। অনুষ্টুপ দিনের শেষে ১০৬ রানে অপরাজিত থাকলেও অভিষেক আউট হয়ে গিয়েছেন। অনুষ্টুপের সঙ্গে ক্রিজে রয়েছেন মোহনবাগানের অধিনায়ক অর্ণব নন্দী। যিনি গত ম্যাচে তপন মেমোরিয়ালের বিরুদ্ধে শতরান করেছিলেন।

প্রথম ডিভিশনের অন্য ম্যাচে শতরান করেছেন টাউন ক্লাবের উইকেটরক্ষক শুভঙ্কর বল। তাঁদের ম্যাচ চলছে কাস্টমসের বিরুদ্ধে। শ্যামবাজার বনাম কালীঘাটের ম্যাচে অমিত ৫ উইকেট নেন। তাঁর দাপটে শ্যামবাজারের প্রথম ইনিংস শেষ ১৪৪ রানে। দিনের শেষে কালীঘাট ৯৩ রান তুলেছে এক উইকেট হারিয়ে। সুদীপ ঘরামি ৫৮ রানে অপরাজিত। তপন মেমোরিয়ালের হয়ে পুলিশ অ্যাথলেটিক্সের বিরুদ্ধে ৯১ রান করেন ওপেনার শাকির গান্ধি। ৩২৮ রান তুলেছে তপন মেমোরিয়াল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement