Anushka Sharma

Anushka Sharma: ক্রিকেটের কোন ঘটনায় মন ভাঙল বিরাট-পত্নী অনুষ্কার

আইপিএল-এ দীর্ঘ দিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন কোহলী ও ডিভিলিয়ার্স। মাঠ ও মাঠের বাইরে তাঁদের বন্ধুত্বের কথা সবার জানা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১২:৫০
Share:

বিরাট কোহলী ও অনুষ্কা শর্মা ফাইল চিত্র।

মন ভেঙেছে অনুষ্কা শর্মার। ভারতের এক দিনের ও টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলীর স্ত্রীর মন অবশ্য ভেঙেছে ক্রিকেটের একটি ঘটনায়। সদ্য সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আইপিএল-এ কোহলীর সতীর্থ এবি ডিভিলিয়ার্স। সেই কারণেই মন খারাপ অনুষ্কার

Advertisement

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ডিভিলিয়ার্সের একটি ছবি দিয়ে অনুষ্কা লেখেন, ‘বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মানুষ ও ক্রিকেটারকে কাছ থেকে চেনার সৌভাগ্য হয়েছিল আমার। তোমাকে, ড্যানিয়েল (ডিভিলিয়ার্সের স্ত্রী) ও বাচ্চাদের ভবিষ্যত জীবনের শুভেচ্ছা। তোমাদের জীবন আরও সুন্দর হয়ে উঠুক। এই ঘটনায় মন ভেঙে গিয়েছে।’

এই বার্তা লিখেছেন অনুষ্কা ছবি: ইনস্টাগ্রাম

আইপিএল-এ দীর্ঘ দিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন কোহলী ও ডিভিলিয়ার্স। মাঠ ও মাঠের বাইরে তাঁদের বন্ধুত্বের কথা সবার জানা। সেই সূত্রে দুই ক্রিকেটারের স্ত্রীদের মধ্যেও ভাল বন্ধুত্ব রয়েছে। আইপিএল চলাকালীন এক সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের। এমনকি লকডাউনের সময় তাঁদের ভার্চুয়াল মাধ্যমে গল্পের ভিডিয়ো প্রকাশিত হয়েছিল।

Advertisement

শুক্রবার ৩৭ বছরের ডিভিলিয়ার্স টুইট করে জানান তাঁর মধ্যে আর খেলার ইচ্ছা খুব বেশি নেই। তিনি লেখেন, ‘দুর্দান্ত সফর ছিল, তবে এ বার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলাম আমি। দাদার সঙ্গে বাগানে খেলা থেকে শুরু হয়েছিল। বরাবর খেলা নিয়ে প্রচণ্ড উত্তেজিত ছিলাম। কিন্তু ৩৭ বছর বয়সে এসে নিজের মধ্যে সেই আগুনটা আর অতটা জোরালো ভাবে খুঁজে পাচ্ছি না।’ তিনি আরও লেখেন, ‘দক্ষিণ আফ্রিকা হোক বা আরসিবি বা টাইটান্স, ক্রিকেট বরাবর আমাকে দু’ হাত ভরে দিয়েছে। ক্রিকেটের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব।’

অনুষ্কার আগে আবেগঘন বার্তা দেন কোহলীও। ফেসবুকে তাঁর ও ডিভিলিয়ার্সের একটি ছবি প্রকাশ করেন কোহলী। তার ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি হৃদয় থেকে জানি তুমি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিজের সবটা দিয়েছ। তুমি আমার ও ফ্র্যাঞ্চাইজির কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমি বলে বোঝাতে পারব না। চিন্নাস্বামী স্টেডিয়ামে তোমার নামে চিৎকার আর শোনা যাবে না। তেমার সঙ্গে খেলার অভাব বোধ করব। তোমাকে ভালবাসি। আমি সারা জীবন তোমার ১ নম্বর ফ্যান থাকব।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement