test cricket

১ রানে জয়! ৩০ বছর পর আবার দেখল টেস্ট ক্রিকেট, নিউ জ়িল্যান্ড ছাড়া এই কীর্তি আছে আর কার?

টেস্ট ক্রিকেটে ১ রানে জয় বিরল। নিউ জ়িল্যান্ড মঙ্গলবার ১ রানে জিতল ইংল্যান্ডের বিরুদ্ধে। এর আগে এমন ঘটনা ঘটেছে মাত্র এক বার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৫
Share:
Celebration of Neil Wagner

উইকেট নেওয়ার পর ওয়াগনারের উচ্ছ্বাস। ছবি: টুইটার

টেস্ট ক্রিকেটে ১ রানে জয় সত্যিই বিরল। ৩০ বছর আগে এমন ঘটনা ঘটেছিল। ক্রিকেট ইতিহাসে সেটাই ছিল প্রথম বার কোনও দলের ১ রানে জয়। মঙ্গলবার আবার সেই কাণ্ড ঘটল টেস্ট ক্রিকেটে। টিম সাউদির নিউ জ়িল্যান্ড ১ রানে হারিয়ে দিল বেন স্টোকসের ইংল্যান্ডকে।

Advertisement

১৯৯৩ সালে প্রথম বার ১ রানে টেস্ট জিতেছিল কোনও দল। সে বার ওয়েস্ট ইন্ডিজ় হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। অ্যালান বর্ডার, স্টিভ ওয়দের অস্ট্রেলিয়াকে অ্যাডিলেডের মাটিতে হারিয়ে দেন রিচি রিচার্ডসন, ব্র্যায়ান লারাদের ক্যারিবিয়ান দল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫২ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ়। লারা ৫২ রান করেছিলেন। জুনিয়র মারে করেছিলেন ৪৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন মার্ভ হিউজ়।

২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শেষ হয়ে যায় ২১৩ রানে। কার্টলি অ্যামব্রোস, ইয়ান বিশপ, কোর্টনি ওয়ালসদের পেস আক্রমণ সামলাতে পারেননি ওয়রা। ব্যাট হাতে হিউজ় ৪৩ রান করেন। সেটাই ছিল দলের হয়ে ওই ইনিংসে সর্বোচ্চ রান। স্টিভ ওয় করেন ৪২ রান। ডেভিড বুন করেন ৩৯ রান। অ্যামব্রোস একাই ৬ উইকেট তুলে নেন।

Advertisement

মাত্র ৩৯ রানে লিড নেওয়া ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় ইনিংসে শেষ হয়ে যায় ১৪৬ রানে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৮৬ রান। সেই রান তুলতে নেমে ১৮৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও ঘাতক হয়ে ওঠেন অ্যামব্রোস। তিনি নেন ৪ উইকেট। ওয়ালস নেন ৩ উইকেট। ১ রান বাকি থাকতেই জাস্টিন ল্যাঙ্গারদের ইনিংস শেষ হয়ে যায়।

৩০ বছর পর টেস্ট ক্রিকেটে আবার সেই বিরল ঘটনা। এ বার ইংল্যান্ডকে হারাল নিউ জ়িল্যান্ড। ব্যবধান সেই ১ রানের। ৩০ বছর আগের ম্যাচে সেরা হয়েছিলেন এক বোলার। নিউ জ়িল্যান্ডের জয়ের পিছনে প্রধান কারিগর কেন উইলিয়ামসন। তিনি দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের ইনিংস খেলেন। সেই ইনিংসের কাছে ম্লান হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংসে হ্যারি ব্রুক (১৮৬) এবং জো রুটের (১৫৩) শতরান। রুট শেষ ইনিংসেও ৯৫ রান করেন। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement