T20 World Cup 2021

T20 World Cup 2021: বাইরের কোনও চাপ নেই, জানাল আফগানিস্তান

আফগানিস্তানের উপরই নির্ভর করছে ভারতের সেমিফাইনাল ভাগ্য। সোমবার ভারত বনাম নামিবিয়া ম্যাচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৫:৫৯
Share:

রশিদদের জয়ের দিকে তাকিয়ে ভারত। —ফাইল চিত্র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন ভারতীয় সমর্থকরাও। নিউজিল্যান্ড হারলে সেমিফাইনালে যাওয়ার পথ তৈরি হবে ভারতের জন্য। তবে সেই নিয়ে চিন্তা করছেন না রশিদ খানরা।

আফগানিস্তান দলের মিডিয়া ম্যানেজার আবদুল্লাহ খান এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের উপর কোনও চাপ নেই। যে কোনও অন্য ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করব। বাইরের কোনও চাপ আমাদের উপর নেই। নিজেদের প্রয়োজন অনুযায়ী, আমাদের দলের জেতার প্রয়োজন অনুযায়ী খেলব।”

Advertisement

আফগানিস্তানের উপরই নির্ভর করছে ভারতের সেমিফাইনাল ভাগ্য। সোমবার ভারত বনাম নামিবিয়া ম্যাচ। রবিবারের ম্যাচে আফগানিস্তান জিতলে, সোমবার নেট রানরেটে তাদের টপকে যাওয়ার সুযোগ পাবেন বিরাট কোহলীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement