ICC ODI World Cup 2023

বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে মা-কে সম্মান জানাতে চান আফগান অধিনায়ক

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে আফগানিস্তানের। শাহিদি চান দলকে সেমিফাইনালে তুলে প্রয়াত মা-কে সম্মান জানাতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ ১৫:২৪
Share:

নেদারল্যান্ডসকে হারিয়ে হসমতুল্লা শাহিদি এবং আজমতুল্লা ওমারজাই। ছবি: পিটিআই।

কিছু মাস আগেই মা-কে হারিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হসমতুল্লা শাহিদি। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে আফগানিস্তানের। শাহিদি চান দলকে সেমিফাইনালে তুলে প্রয়াত মা-কে সম্মান জানাতে।

Advertisement

নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে ওঠার সুযোগ এখনও বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। সাত ম্যাচে আট পয়েন্ট পেয়েছে তারা। এখনও দু’টি ম্যাচ বাকি তাদের। রশিদ খানদের দলের কাছে সুযোগ থাকবে ১২ পয়েন্টে পৌঁছে যাওয়ার। সেটা হলে আফগানিস্তান সেমিফাইনালে উঠতেই পারে। কারণ চতুর্থ স্থানে থাকা নিউ জ়িল্যান্ডও সর্বোচ্চ ১২ পয়েন্টে পৌঁছতে পারবে। তখন নেট রানরেটের বিচারে যে দল এগিয়ে থাকবে, সেই দল চলে যাবে সেমিফাইনালে।

নেদারল্যান্ডসকে হারিয়ে শাহিদি বলেন, “খুব ভাল বল করেছি আমরা। পর পর তিনটি ম্যাচে রান তাড়া করে জিতেছি। আমি গর্বিত। এ বারের বিশ্বকাপে আমরা পরিস্থিতি অনুযায়ী খেলতে পারছি। সেটাই সব থেকে ভাল লাগছে। তিন মাস আগে মা-কে হারিয়েছি। তাই সেমিফাইনালে উঠতে পারলে আমার পরিবারের ভাল লাগবে। দলের জন্যেও ভাল হবে।”

Advertisement

এ বারের বিশ্বকাপে বড় চমক আফগানিস্তান। তারা ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে। নেদারল্যান্ডসকেও হারিয়ে দিয়েছে তারা। ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আফগানিস্তান। শাহিদি বলেন, “আমরা চাই প্রথম চারের মধ্যে শেষ করতে। আমাদের লক্ষ্য ওটাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement