India vs England 2024

আসল দোষী কি অশ্বিন, না কি অন্য কেউ? ক্রিকেটের কোন নিয়মে ৫ রান পেল ইংল্যান্ড

জাডেজার পর অশ্বিন রান নিতে গিয়ে ঢুকে পড়েছিলেন ২২ গজের সুরক্ষিত অংশে। তাই ক্রিকেটের একটি নিয়ম মেনেই ইংল্যান্ডকে পেনাল্টি হিসাবে ৫ রান দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২২
Share:

—প্রতীকী চিত্র।

খুচরো রান নেওয়ার জন্য রবিচন্দ্রন অশ্বিন পিচের মাঝখান দিয়ে দৌড়নোয় ইংল্যান্ডকে পেনাল্টি হিসাবে ৫ রান দেওয়া হয়েছে। আপাত ভাবে অশ্বিনের দোষ মনে হলেও এই শাস্তি দেওয়া হয়েছে ভারতীয় দলকে। দায় রয়েছে রবীন্দ্র জাডেজারও। ক্রিকেটের নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছেন ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের অন্যতম আম্পায়ার জোয়েল উইলসন।

Advertisement

বৃহস্পতিবার জাডেজা এক বার পিচের মাঝের অংশ দিয়ে দৌড়ে সতর্কিত হয়েছিলেন। সতর্ক করা হয়েছিল আসলে ভারতীয় দলকে। দ্বিতীয় বার এমন হলে শাস্তি পেতে হবে, জানিয়ে দেওয়া হয়েছিল। অশ্বিন শুক্রবার একই ভুল করতেই ইংল্যান্ড পেনাল্টি হিসাবে পেয়ে গিয়েছে ৫ রান।

ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেটের নিয়মের ৪১.১৪.১ নম্বর ধারায় বলা রয়েছে, ‘‘ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, কোনও ভাবেই পিচের ক্ষতি করা অনুচিত। ব্যাটার যদি শট মারার বা খেলার সময় পিচের সুরক্ষিত অংশে প্রবেশ করেন, তা হলে তাঁকে সঙ্গে সঙ্গে সরে যেতে হবে। আম্পায়ার যদি মনে করেন, কোনও ব্যাটার যুক্তিসঙ্গত কারণ ছাড়া সুরক্ষিত অংশে প্রবেশ করেছেন, তবে তা ক্ষতি হিসাবে গণ্য হবে।’’ নিয়মে আরও বলা রয়েছে, ‘‘প্রথম বার এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যাটার এবং দলকে সতর্ক করা হবে। প্রথম সতর্কবার্তাকেই চূড়ান্ত হিসাবে ধরা হবে। একই ইনিংসে দ্বিতীয় বার এমন ঘটলে প্রতিপক্ষ দল ৫ রান পেনাল্টি হিসাবে পাবে। দলের অন্য কোনও ব্যাটার পিচের সুরক্ষিত অংশে প্রবেশ করলেও শাস্তি পেতে হবে। অনিচ্ছাকৃত বা ভুল করে ঢুকে পড়লেও ছাড় পাওয়া যাবে না।’’ এমসিসির এই নিয়মকে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি।

Advertisement

ক্রিকেটের এই নিয়মেই শাস্তি পেতে হয়েছে রোহিত শর্মার দলকে। জাডেজার পর অশ্বিন দৌড়ে রান নিতে গিয়ে ২২ গজের সুরক্ষিত অংশে ঢুকে পড়েছেন। যাতে পিচের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ক্ষতি করা হয়েছে। তাই ক্রিকেটের নিয়মের ৪১.১৪.১ নম্বর ধারা অনুযায়ী বেন স্টোকসের দলকে ৫ রান দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement